Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক রূপনারায়নে মকর সংক্রান্তির পূর্ণ স্নান

আজ মকর সংক্রান্তির পূর্ণ স্নান।  জেলার ঘাটে ঘাটে মানুষের ভীড়। ঘন কুয়াশায় ঢাকা পরিবেশের মাঝে ঘাটে ঘাটে মানুষের ভীড়।ঘাটে প্রশাসনিক কড়া নজদারি, স্পিড বোট  থেকে শুরু করে এম্বুলেন্স সব রকম ব্যবস্থা থাকছে বিশেষ বিশেষ ঘাটে। দিঘা থেকে কো…


আজ মকর সংক্রান্তির পূর্ণ স্নান।  জেলার ঘাটে ঘাটে মানুষের ভীড়। ঘন কুয়াশায় ঢাকা পরিবেশের মাঝে ঘাটে ঘাটে মানুষের ভীড়।ঘাটে প্রশাসনিক কড়া নজদারি, স্পিড বোট  থেকে শুরু করে এম্বুলেন্স সব রকম ব্যবস্থা থাকছে বিশেষ বিশেষ ঘাটে। দিঘা থেকে কোলাঘাট,  তমলুক থেকে হলদিয়া সর্বত্রই নদী  সমুদ্র ঘাটে পূর্ণ লাভের আশায় মকর সংক্রান্তির স্নানে ভীড় জমাচ্ছেন সাধারণ  মানুষ।

মকর সংক্রান্তির পূণ্য স্নানে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে গঙ্গাসাগর মেলায়। কিন্তু যে সকল মানুষ গঙ্গাসাগরে পূণ্য স্নান করতে পারেনি বা যেতে পারেনি, পূর্ব মেদিনীপুর জেলার সেইসব সাধারণ মানুষ তমলুক শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া রূপনারায়ণ নদীতে জন্য হাজির হয়েছে ভোর থেকে। পাশাপাশি তমলুকে বারুনি মেলা শুরু হয়েছে আজ থেকে তমলুকের শান্তি সংঘের উদ্যোগে।