Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টিসাহিত্য যাপনশিরোনামঃ সাহসবিষয় ছড়াকলমে অণিমা গুছাইত।
ভূত-পেত্নী দৈত্যি দানবকাউকে করি না ভয়,সাহসী বলে নামটি কারোএমনি এমনি হয়।
আঁধার রাতে পারিএকলা একলা যেতে,মাছটি থেকে কাঁটাছাড়িয়ে পারি খেতে
হুলো বেড়াল ভুলো কুকুরেরবাঘের মত…


 সৃষ্টিসাহিত্য যাপন

শিরোনামঃ সাহস

বিষয় ছড়া

কলমে অণিমা গুছাইত।


ভূত-পেত্নী দৈত্যি দানব

কাউকে করি না ভয়,

সাহসী বলে নামটি কারো

এমনি এমনি হয়।


আঁধার রাতে পারি

একলা একলা যেতে,

মাছটি থেকে কাঁটা

ছাড়িয়ে পারি খেতে


হুলো বেড়াল ভুলো কুকুরের

বাঘের মতো চোখ,

তাদের আমি আদর করি

এমনি আমার রোখ।


মেঘের ডাক শুনে আমি

চেঁচায় না বোকার মত

রাতের বেলায় ছাদে দাঁড়াই

একা একা কত।


আট দশটা কবিতা আমি

বলতে পারি সুরে

শীতকালেতে নাইতে গেলে কেন

সাহসটা যাই উড়ে।