Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
এত যে তোমায় ভালোবেসেছিমৌসুমী মুখার্জী১৭/১২/২০২২
 জানি, অনেকেই ভালোবাসে তোমাকে ,কবি তোমার অসংখ্য গুণগ্রাহী,তারই একান্তে আমার বাস,শ্রদ্ধায় অনুরাগী।
তবুও তুমি আমায় মনে রাখো,   মন টলমল,তৃষ্ণার্ত চাতক পায়   বৃষ্টির …

 


সৃষ্টি সাহিত্য যাপন


এত যে তোমায় ভালোবেসেছি

মৌসুমী মুখার্জী

১৭/১২/২০২২


 জানি, অনেকেই ভালোবাসে তোমাকে ,কবি তোমার অসংখ্য গুণগ্রাহী,

তারই একান্তে আমার বাস,শ্রদ্ধায় অনুরাগী।


তবুও তুমি আমায় মনে রাখো,   মন টলমল,

তৃষ্ণার্ত চাতক পায়   বৃষ্টির জল।

 রাতজাগা চোখে, স্বপ্ন দেখিনা,

শুধু তোমার মধ্যে খুঁজে পেয়েছি আমার আপন  ঠিকানা।

 ওই একফালি সুখ, শুধুই বসবাস চুপচাপ,

 নিশ্চিন্ত  নিভৃত   হোক না নিরুত্তাপ।   

 

     আমি আপন করে চেয়েছি অনুভবে তুমি কি আপন ভেবেছো?

  দেখা না পেলেও জানি কাছে আছো তুমি কি আমায় চেয়েছো!

দিশেহারা মন খোঁজে তোমায় নেই কোনো কারণ অকারণ,

অবসাদে দিন কেটে যায় প্রিয় তুমি আমার কাছে থাকো  অনুক্ষণ।

 ভালোবাসা জানি হারায় নি তোমার

আমায় নিবিড় করেছো,


স্বপ্ন মিছিল চারিদিকে আমার ভিড়ে কোথায়  তুমি হারিয়েছ।

 চোখ ছলছল  খুঁজি সারাদিন ,বসি  দরজায়   দেখার আশে,

কপাট খুলেছো আড়াল হয়েছি দোরের পাল্লার পাশে।

 তুমি তাকাও নি ফিরে জানিনা আমায় কি খুঁজেছ,

হাজার চোখে ভেসে গেছো প্রিয় আমায়  

মনে কি রেখেছো?

আমি  তোমার সোহাগে ভরেছি মন অনুভবে কাছে কি  টেনেছো,

 কম্পিত ঠোঁট   তোমার উষ্ণ ঠোঁটে কি আদরে সোহাগে ঢেকেছো!!