Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উৎসরণ পত্রিকার মোড়ক উন্মোচন

ভীষণ ভীষণ আনন্দঘন মুহুর্তে জন্ম নিয়েছে বহু আকাঙ্খিত সাহিত পত্রিকা #উৎসরণ। বিশিষ্ট কবি ও গুনীজনদের সান্নিধ্যে অসংখ্য মানুষের সমাগমে সৃষ্টি পরিবার আজ সমাদৃত ও মুখরিত। বিশিষ্ট প্রিয়জনদের মধ্যে ছিলেন দুই বাংলার প্রানের কবি মাননীয় আরণ…

 


ভীষণ ভীষণ আনন্দঘন মুহুর্তে জন্ম নিয়েছে বহু আকাঙ্খিত সাহিত পত্রিকা #উৎসরণ। বিশিষ্ট কবি ও গুনীজনদের সান্নিধ্যে অসংখ্য মানুষের সমাগমে সৃষ্টি পরিবার আজ সমাদৃত ও মুখরিত। বিশিষ্ট প্রিয়জনদের মধ্যে ছিলেন দুই বাংলার প্রানের কবি মাননীয় আরণ্যক বসু মহাশয়, অজিতেশ নাগ,অর্ঘ্যদীপ আচার্য্য,সুমিতা সরকার ঘোষ, সুশান্ত ঘোষ,শক্তিপদ ঘোষ,মণীন্দ্রনাথ বাগ,সুজাতা দাস,ভার্গভ দেবদাস,শুভ্রাংশু শীল,দেবাশীষ সেনগুপ্ত, নবলতা শীল, কবি মিশ্র, কৌশিক চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে মঞ্চে এক সুন্দর মুহূর্তের জন্ম নিয়েছিল। আগামীদিনেও আপনারা সাথে ও পাশে থাকবেন। শুভ কামনা