.
নিজস্ব সংবাদদাতা, কলকাতা....."কালের মন্দিরা" -এর উদ্যোগে শনিবার সারাদিন ধরে বিজয়গড় কুলেন্দু সোম পাঠাগারে অনুষ্ঠিত হলো জমজমাট শ্রুতিনাটক উৎসব। "একদিন সারাদিন শ্রুতিনাটক" শিরোনামের এই অনুষ্ঠানে কালের মন্দিরা…
.
নিজস্ব সংবাদদাতা, কলকাতা....."কালের মন্দিরা" -এর উদ্যোগে শনিবার সারাদিন ধরে বিজয়গড় কুলেন্দু সোম পাঠাগারে অনুষ্ঠিত হলো জমজমাট শ্রুতিনাটক উৎসব। "একদিন সারাদিন শ্রুতিনাটক" শিরোনামের এই অনুষ্ঠানে কালের মন্দিরা ছাড়াও আরও অন্যান্য আমন্ত্রিত শ্রুতিনাটকের দল অংশগ্রহণ করে। আমন্ত্রিত দল হিসেবে অংশ নেয় "মিত্রমন" 'শব্দমমধুর' 'দমদম শোনাকথা" "তন্দ্রাহারিনী"'রূপ-অরূপ' "অগ্রগামী" প্রভৃতি দলগুলো। এদিন মোট আঠারোটি নাটক পরিবেশিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক অভিনেতা পার্থ সারথি গায়েন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার ও কবি কেতকী প্রসাদ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন নাট্যকার রঞ্জনা দত্ত,মহুয়া চক্রবর্তী,আভাস মহালনাবীশ প্রমুখ।কালের মন্দিরার তরফে গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন কবিতা ভট্টাচার্য। সঞ্চালনায় ছিলেন পারমিতা সরকার ও নিবেদিতা।
আবহে ছিলেন ঈশান রায়। অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান কবিতা ভট্টাচার্য। অন্যান্যা অংশগ্রহণকারীদের পাশাপাশি কবিতা ভট্টাচার্যের একক নাটক বিশেষভাবে প্রশংসিত হয়।