Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চতুর্থ বর্ষ তাম্রলিপ্ত বইমেলা শুরু হচ্ছে তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে। ১৪ ই ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবেই বইমেলা

পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক রাখালমেমোরিয়াল  ফুটবল ময়দানে ৪র্থ বর্ষ তাম্রলিপ্ত বইমেলা। ১৪ ফেব্রুয়ারি থেকে ১৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত তাম্রলিপ্ত বই মেলা চলবে। এবারের থিম "বই পড়ি আনন্দে, জীবন বাঁধি ছন্দে।তমলুক রাখাল মেমোরিয…




পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক রাখালমেমোরিয়াল  ফুটবল ময়দানে ৪র্থ বর্ষ তাম্রলিপ্ত বইমেলা। ১৪ ফেব্রুয়ারি থেকে ১৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত তাম্রলিপ্ত বই মেলা চলবে। এবারের থিম 

"বই পড়ি আনন্দে, 

জীবন বাঁধি ছন্দে।

তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে এই বইমেলা। এই বর্ণাঢ্য শোভাযাত্রা  তমলুক শহর পরিক্রমা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন কথা সাহিত্যিক অনিতা অগ্নিগোত্রী। এই বইমেলায় থাকবে গুণীজন সম্বর্ধনা, স্মরণিকা প্রকাশ, সংগীত, নিত্য , আবৃতি, আন্তঃ রাজ্য বিদ্যালয় সংস্কৃতি প্রতিযোগিতা, গল্প বলা, স্বরচিত সংবাদ পাঠ, মুকাভিনয়, শ্রুতি লিখন, হস্তাক্ষর সহ বিভিন্ন অনুষ্ঠান । বইমেলায় উপস্থিত থাকবেন সুধাংশু শেখর দে সভাপতি পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড, ত্রিদিব চট্টোপাধ্যায় সম্পাদক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, উত্তম বারিক সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, পূর্ণেন্দু কুমার মাঝি জেলা শাসক, অমরনাথ কে আরক্ষাধীক্ষক পূর্ব মেদিনীপুর। সৌমেন কুমার মহাপাত্র বিধায়ক ও চেয়ারম্যান ক্ষুদ্র ও কুটির শিল্প নিগম লিঃ, বুদ্ধদেব পান মহাকুমা শাসক তমলুক। আব্দুল মতিন অধ্যক্ষ তাম্রলিপ্ত মহাবিদ্যালয় ,শর্মিলা মল্লিক তাম্রলিপ্ত‌ মেডিকেল কলেজ। বিদ্যুৎ দাস জেলা গ্রন্থাগার আধিকারিক । শুভাশিস মিত্র জেলা বিদ্যালয় পরিদর্শক। মহুয়া মল্লিক জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক। সোমবার সাংবাদিক বৈঠক করে তাম্রলিপ্ত বই মেলা সম্পর্কে বিভিন্ন তথ্য জানালেন তাম্রলিপ্ত বইমেলা কমিটির সভাপতি দীপেন্দ্র নারায়ণ রায় এবং সম্পাদক বিধানচন্দ্র সামন্ত। উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত বই মেলা কমিটির অন্যান্য সদস্য রাও।