বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে গণআন্দোলনে পুলিশের আক্রমণের ঘটনায় দোষী পুলিশ অফিসারদের শাস্তি, কর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সহ বেশ কয়েকটি দাবি নিয়ে সোমবার কো…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে গণআন্দোলনে পুলিশের আক্রমণের ঘটনায় দোষী পুলিশ অফিসারদের শাস্তি, কর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সহ বেশ কয়েকটি দাবি নিয়ে সোমবার কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লক বামফ্রন্টের পক্ষ থেকে কোলাঘাট থানায় ডেপুটেশন দেওয়া হল। ডেপুটেশনের আগে সুবিশাল মিছিল জাতীয় সড়ক ধরে এতে থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে বামফ্রন্টের কর্মী সমর্থকরা। ডেপুটেশনকে সামনে রেখে পুলিশি ব্যবস্থা ছিল জোরদার। ডেপুটেশনের নেতৃত্ব দেন পূর্ব পাঁশকুড়া বিধানসভার প্রাক্তন সিপিএমের বিধায়ক ইব্রাহিম আলী, কোলাঘাট এরিয়া কমিটির সম্পাদক সিদ্ধার্থ রাউত, শহীদ মাতঙ্গিনী ব্লকের বামফ্রন্টের নেতা অমল কুইলা সহ দুই ব্লকের ব্লক স্তরের নেতৃত্ব । কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা জানান বেশ কয়েকটি দাবি রাখা হয়েছে দাবিগুলি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। অন্যদিকে প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলী জানান দাবিগুলির সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে বামফ্রন্টের কর্মীরা সামিল হবে।