Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাধীনতা সংগ্রামী ও তাম্রলিপ্ত রাজবাড়ির ঐতিহ্য স্পেশাল কভার ও স্টাম্পের উদ্বোধন করলেন ডাক বিভাগের উচ্চপদস্থ আধিকারিক

তমলুকঃ স্বাধীনতা সংগ্রামী ও তাম্রলিপ্ত রাজবাড়ির ঐতিহ্য ডাক বিভাগের খামে। স্পেশাল কভার ও স্টাম্পের উদ্বোধন করলেন ডাক বিভাগের উচ্চপদস্থ আধিকারিক। তাম্রলিপ্তের রাজ পরিবার ও রাজবাড়ীর ঐতিহ্যকে তুলে ধরার জন্য স্পেশাল কভার ও স্ট্যাম্প …




তমলুকঃ স্বাধীনতা সংগ্রামী ও তাম্রলিপ্ত রাজবাড়ির ঐতিহ্য ডাক বিভাগের খামে। স্পেশাল কভার ও স্টাম্পের উদ্বোধন করলেন ডাক বিভাগের উচ্চপদস্থ আধিকারিক।

 তাম্রলিপ্তের রাজ পরিবার ও রাজবাড়ীর ঐতিহ্যকে তুলে ধরার জন্য স্পেশাল কভার ও স্ট্যাম্প চালু করল ভারতীয় ডাক বিভাগ। ২৪ শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ডাক বিভাগের এই খাম ও স্ট্যাম্প উদ্বোধন করেন ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের পোস্টমাস্টার জেনারেল শ্রীমতি শশী শালিনী কুজুর। 


তাম্রলিপ্ত রাজ পরিবার ও রাজবাড়ীর ঐতিহ্যকে তুলে ধরার জন্য তিনি স্পেশাল কভার ও স্টাম্পের উদ্বোধন করেন । এদিন তমলুক শহরের একটি অতিথিশালায় আনুষ্ঠানিকভাবে ডাক বিভাগের ওই খাম ও স্ট্যাম্পের উদ্বোধন করা হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্য তথা রাজা সুরেন্দ্রনারায়ণ রায় ও কর্নেল ধীরেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকাকে স্বীকৃতি দিয়ে স্পেশাল কভারটি চালু করা হয়েছে। এছাড়াও ঐতিহ্যবাহী ওই রাজবাড়ীর বিষয়ে ডাক বিভাগ একটি স্ট্যাম্পও চালু করল । চিঠিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে ওই স্পেশাল কভার এবং স্টাম্প ব্যবহার করা যাবে আজ থেকেই।  


 অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সার্কেলের জেনারেল পোস্টমাস্টার শশী শালিনী কুজুর বলেন, ইতিহাস প্রসিদ্ধ তাম্রলিপ্ত রাজবাড়ী নিয়ে ডাক বিভাগের স্পেশাল কভার বা বিশেষ খাম চালু করতে পেরে আমরা খুশী।




 তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্যা শ্রীমতী নন্দিনী রায় তাম্রলিপ্ত রাজ পরিবারের পক্ষ থেকে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ও ভারতীয় ডাক বিভাগের এই উদ্যোগকে ধন্যবাদ জানান।