নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... অংকন শিক্ষণ প্রতিষ্ঠান সরস্বতী আর্ট সেন্টারের জেলা ব্যপী অংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হলো রবিবার। উল্লেখ্য বিগত কয়েক বছরের ন্যায় এই বছর ও সরস্বতী আর্ট সেন্টারের জেলা ব্যাপি অঙ…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... অংকন শিক্ষণ প্রতিষ্ঠান সরস্বতী আর্ট সেন্টারের জেলা ব্যপী অংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হলো রবিবার। উল্লেখ্য বিগত কয়েক বছরের ন্যায় এই বছর ও সরস্বতী আর্ট সেন্টারের জেলা ব্যাপি অঙ্কন প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয় গত ৫ই ফেব্রুয়ারি বিদ্যাসাগর হল ময়দানে।
এই প্রতিযোগিতায় প্রায় ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিলেন ৬৫০ জন এবং বিশেষ শিশু ছিলেন ২০ জন।
সরস্বতী আর্ট সেন্টারের কর্ণধার শোভন রানা জানিয়েছেন এ বছর ছিল তাদের প্রতিযোগিতা অষ্টম বর্ষ।
রবিবার বিদ্যাসাগর হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রায়ই ৩০০ শিশুকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, বিশিষ্ট চিকিৎসক ডাঃ কাঞ্চন ধাড়া,১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাহুল বিষই, প্রাক্তন উপ-পুরপ্রধান শম্ভুনাথ চ্যাটার্জি, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল, সাহিত্যিক বিদ্যুৎ পাল প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন মেদিনীপুর আর্টিস ফোরামের সভাপতি অচিন্ত মারিক সম্পাদক সুজিত দাস , সংস্কৃতিপ্রেমী সঞ্জিত দে, উত্তম নন্দী, নরসিংহ দাস,সুমন চ্যাটার্জী সহ অন্যান্য অতিথি বৃন্দ।
অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সরস্বতী আর্ট সেন্টারের কর্ণধার শোভন রানা সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।