হলদিয়াঃ ভোজ্যতেল বোঝাই ট্রাক হলদিয়া যাওয়ার পথে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে ফতেপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।ঘটনায় আহত হয় গাড়ির চালক ও খালাসি। স্থানীয়দের চেস্টায় তাদের উদ্ধার করে নন্দকুমারের খেজুর বেড়িয়া গ্রামীণ স…
হলদিয়াঃ ভোজ্যতেল বোঝাই ট্রাক হলদিয়া যাওয়ার পথে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে ফতেপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।ঘটনায় আহত হয় গাড়ির চালক ও খালাসি। স্থানীয়দের চেস্টায় তাদের উদ্ধার করে নন্দকুমারের খেজুর বেড়িয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, গতকাল গভীর রাতে ভোজ্যতেল বোঝাই একটি ট্রাক দ্রুতগতির সাথে জাতীয় সড়ক ধরে হলদিয়ার অভিমুখে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। নন্দকুমার থানা এলাকার ফতেপুর এলাকায় ট্রাকটি উলটে যায়। ট্রাক থেকে ভোজ্যতেল ছড়িয়ে পড়ে। সকালের আলো ফুটে উঠতে এলাকার মানুষ খবর পেয়ে তেল কুড়তে শুরু করে।দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে উদ্ধার করা হয়েছে। ট্রাকটি কোথা থেকে কোথায় যাচ্ছিলো তা জানার চেস্টা করছে নন্দকুমার থানার পুলিশ।।