Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুকুমার রায়ের বিখ্যাত ছড়ার বই' আবোল তাবোল' শতবর্ষে প্রদর্শনী ও আলোচনা সভা ভোগপুরে

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ভোগপুর মক্তব প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিশু সাহিত্যিক সুকুমার রায়ের বিখ্যাত ছড়ার বই 'আবোল তাবোল' শতবর্ষ স্মরণ অনুষ্ঠানে স্কুলের১১২তম বাৎসরিক অনুষ…



বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট


পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ভোগপুর মক্তব প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিশু সাহিত্যিক সুকুমার রায়ের বিখ্যাত ছড়ার বই 'আবোল তাবোল' শতবর্ষ স্মরণ অনুষ্ঠানে স্কুলের১১২তম বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে স্কুল চত্বরে প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভায় বিশিষ্ট সাহিত্যিক শচীন মান্না, অবর বিদ্যালয় পরিদর্শক পরিমল নস্কর, প্রাক্তন সহ শিক্ষক হাসান সাদিক, ওই স্কুলের শিক্ষক আনন্দ হান্ডা, প্রকাশ চন্দ্র দিন্দা উপস্থিত ছিলেন। স্কুলের পক্ষ থেকে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোট ছোট বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত শ্রোতাদের মনোরঞ্জন করে তোলে।