Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভগৎ সিং এর আত্ম বলিদান কর্মসূচি তমলুক মহকুমার বিভিন্ন স্থানে

বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক১৯৩১ সালে ২৩ শে মার্চ দেশ মাতৃকার শৃঙ্খলা মোচনে বিপ্লবী ভগৎ সিং ,শুকদেব এবং রাজগুরু ব্রিটিশদের ফাঁসির মঞ্চে আত্ম বলিদান দিয়েছিলেন। বৃহস্পতিবার তমলুক মহকুমার বিভিন্ন স্থানে বামপন্থী রাজনৈতিক দল থেকে…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক

১৯৩১ সালে ২৩ শে মার্চ দেশ মাতৃকার শৃঙ্খলা মোচনে বিপ্লবী ভগৎ সিং ,শুকদেব এবং রাজগুরু ব্রিটিশদের ফাঁসির মঞ্চে আত্ম বলিদান দিয়েছিলেন। বৃহস্পতিবার তমলুক মহকুমার বিভিন্ন স্থানে বামপন্থী রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে দিনটি যথাযথ মর্যতার সহিত পালন করা হল। পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরে ডি ওয়াই এফ আইএর পাঁশকুড়া লোকাল কমিটির কমিটির পক্ষ থেকে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব পাঁশকুড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলী, নাজির হোসেন সহ ব্লক স্তরের নেতৃত্ব। তমলুকের নিমতৌড়িতে এ আই ওয়াই এফের পক্ষ থেকে শহীদের শ্রদ্ধার্ঘ নিবেদন করে যুবনেতা গৌরাঙ্গ কুইল্যা চৈতন্য কইল্যা, শেখ মেহেবুব আলম, সৌরভ পন্ডা প্রমুখ । কোলাঘাট বিবেকানন্দ মোড়ে বলাকা ভ্রমন সংস্থার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানানো হয় তিন শহীদের উদ্দেশ্যে। কোলাঘাট ব্লকের কুমারহাট এর এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভগৎ সিং এর আত্ম বলিদান দিবস পালন করা হয়। শহীদ বেদীতে মাল্যদান করেন এলাকার সমাজসেবী সুজয় ঘাঁটা। ময়না তমলুক পাঁশকুড়া শহীদ মাতঙ্গিনী ব্লক সহ বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের দিনটি পালন করতে দেখা যায়।