Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তির বিকাশের লক্ষ্যে নানা অনুষ্ঠান তমলুক মহাকুমা জুড়ে

বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা জুড়ে আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তির বিকাশের লক্ষ্যে বুধবার বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক দলের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন ক…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা জুড়ে আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তির বিকাশের লক্ষ্যে বুধবার বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক দলের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হল। নারীদের মর্যাদা সুরক্ষা, সমকাজে সমমজুরি নারী শ্রমিকদের জীবন জীবিকা সুরক্ষিত করার দাবিতে নিমতৌড়িতে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলের সংগঠনের সদস্যরা আওয়াজ তুলেন নারীদের জীবন আজ বিপন্ন অবিলম্বে অসামাজিক কাজ বন্ধ করতে হবে, মহিলাদের কাজের ক্ষেত্রে নিরাপত্তা সরকারকেই দিতে হবে। নেতৃত্ব দেন জেলা সম্পাদিকা রীতা প্রধান, প্রতিমা জানা রীতা ওঝা মায়া সামন্ত, জয়শ্রী সামন্ত প্রমূখ। শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদাতে এক ভাব গম্বীর পরিবেশে গানে ও কোথায় আজকের দিনটি পালন করে শান্তিপুর এক নম্বর অঞ্চল। বক্তব্য রাখেন শোভা সাউ, মামনি জানা, অপূর্ব জানা করুণা সী প্রমূখ। এদিন শ্রীরামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতনের গুলুড়িহা মুক্তধারার পক্ষ থেকে আন্তর্জাতিক ও বসন্ত উৎসব পালন করতে দেখা যায় ।উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাব্রতি সুকুমার মাইতি, গগেন রায়,স্বাথী ভৌমিক, সংস্থার সম্পাদক সোমা সাউট্যা, নৃপেন্দ্র কুমার রায় প্রমূখ। কোলাঘাট ব্লকের নোনাচকের মাভার পক্ষ থেকেও আন্তর্জাতিক নারী দিবস দিনটি পালন করা হয়। এছাড়া পাঁশকুড়া, ময়না, নিমতৌড়ি সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় ।