Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রঙিন বসন্তে মিঠু ভট্টাচার্য

কলমে - মিঠু ভট্টাচাৰ্যশিরোনাম.. রঙিন বসন্ত🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻মন ফাগুনা দখিনা বাতাস স্বপ্ন হিয়া ভাসে..এসেছে বসন্ত কোকিলের গানে ফাগুয়ার রঙে হাসে...ফুটছে কুঁড়ি অশোক পলাশ কৃষ্ণচূড়ার বন...মিলনের লাগি রাধাচূড়া আজ উতলা আবেশে মন..লাল শিম…

 


কলমে - মিঠু ভট্টাচাৰ্য

শিরোনাম.. রঙিন বসন্ত

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

মন ফাগুনা দখিনা বাতাস স্বপ্ন হিয়া ভাসে..

এসেছে বসন্ত কোকিলের গানে ফাগুয়ার রঙে হাসে...

ফুটছে কুঁড়ি অশোক পলাশ কৃষ্ণচূড়ার বন...

মিলনের লাগি রাধাচূড়া আজ উতলা আবেশে মন..

লাল শিমুলের বিরহ বেলায় সবুজ ঘাসের কোল...

আকাশে বাতাসে মুখরিত হয় এসেছে রঙিন দোল....

উদাসী মন ছুটছে এখন রঙিন বসন্ত দেশে...

প্রেমের ফাগুন গুলাল ওড়ানো অলি মল্লিকা হাসে....

রঙিন মনে রঙিন প্রাণে পৃথিবী সাজাও আজ... অন্য রঙের মুখোশ না পরে ধরিত্রী রে করো সাজ...

রঙিন বসন্ত এসেছে আজিকে সাজো সাজো রব সেই...

আবিরের গানে ফাগুয়ার তানে গুলালের বেশে এই...

প্রেমময়ী রাধা রং যে লাগান শ্যাম কে লহিয়া সাথে....

ব্রজো গোপীরা হোরী খেলিতে বৃন্দাবনেতে মাতে...

শীতের জীর্ণতা দূর করো বন্ধু বসন্তেরে দাও ডাক...

নীল দিগন্ত দখিনা বাতাস আম্রকুঞ্জের শাখ...

শাল পিয়ালের বণতলে আজ প্রেমের মদিরা হাওয়া...

কবিগুরু খেলেছিলেন বসন্তেতে হোরি,

শান্তিনিকেতনে খোয়াই কোপাই এর পথ ধরি,,,,

গৃহবাসীদের দিয়ে ডাক বলেছিলেন যে দ্বার খোল,

পলাশের শিমুল আবির গুলাল এসেছে যে আজ দোল,,,

বসন্ত উৎসবে মাতি প্রেমযমুনার কল্লোলে,,

দক্ষিনা হাওয়া প্রজাপতি ভ্রমরের হিল্লোলে,,,,,

প্রজাপতি মধুকরের সেথায় গুঞ্জন আসা যাওয়া...

রাঙা হাসি রাঙা নেশা প্রকৃতির দে দোল দে দোল গান...

রঙিন বসন্ত আসিছে আজিকে মঞ্জরিত সে প্রাণ...

বরণ করে নাও গো তুলে বসন্ত রাজা কে ঘরে...

রঙিন বসন্ত এসেছে হেথায় প্রকৃতির দ্বারে দ্বারে....🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹