নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপুর.......ঝাড়গ্রাম জেলার সারিয়ার সমাজসেবী সংগঠন দিগন্তের দিশারীর উদ্যোগে এবং কোলকাতা সোনারপুরের স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্ট এর ব্যবস্হাপনায় রবিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের আদিবাসী অধ্যু…
নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপুর.......ঝাড়গ্রাম জেলার সারিয়ার সমাজসেবী সংগঠন দিগন্তের দিশারীর উদ্যোগে এবং কোলকাতা সোনারপুরের স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্ট এর ব্যবস্হাপনায় রবিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের আদিবাসী অধ্যুসিত সারিয়া অঞ্চলের সারিয়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ঔষধ প্রদান কর্মসূচি। এই শিবিরে দিগন্তের দিশারীর পক্ষ থেকে ৬১জনকে বিনামূল্যে চশমার ব্যবস্হা করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর্ণদীপের পক্ষ থেকে সমস্ত রুগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে। পাশাপাশি ১৩ জন ব্যক্তির ছানি অপারেশনের ব্যবস্হা নেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সবমিলিয়ে প্রায় ১০০র কাছাকাছি দরিদ্র গ্রামবাসীরা এই শিবির থেকে উপককৃত হন।