শিরোনাম : মৃত্যুকিরীটী ভট্টাচার্য্য04/04/2023জামশেদপুর
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,মৃত্যু,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কেউ জানেনা কার কতো দিন আয়ুকবে কখোন কোথায় কেমন করেখাঁচার থেকে বেরিয়ে যাবে বায়ুচিরস্থবীর হবে ধরার 'পরে !
তাই স…
শিরোনাম : মৃত্যু
কিরীটী ভট্টাচার্য্য
04/04/2023
জামশেদপুর
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,মৃত্যু,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কেউ জানেনা কার কতো দিন আয়ু
কবে কখোন কোথায় কেমন করে
খাঁচার থেকে বেরিয়ে যাবে বায়ু
চিরস্থবীর হবে ধরার 'পরে !
তাই সময়ের কাজ সময়ে করতে হয়
আমরাতো নই রাজার বংশধর
যদিও তাদের আছে মরার ভয়
সাম্য হেথায় ঘোষণা দেয় কেউ নও অমর !
সবুজ গাছে ফোঁটে যখন কুঁড়ি
তখন মনে হয়গো সবার দুরন্ত যৌবন
কাল সকালেই দেখবে হটাৎ বুড়ী
কু-ডাক ডাকে পরকালের বেঁচে থাকা মন!
তাইতো এ মন বলছে সদাই সও কেনো যন্ত্রণা
জ্বালিয়ে দাও দাও পুড়িয়ে সকল কুমন্ত্রণা
ছোট্ট জীবন বাঁচার তরে আপোস কেনো করো
সুস্থ জীবন বাঁচবে যদি বীরের মতন মরো।।
মৃত্যু
কিরীটী
04/04/2023
জামশেদপুর