সৃষ্টি সাহিত্য যাপনদৈনিক কবিতা প্রতিযোগিতাশিরোনাম - "আনন্দ মিলন"কলমে - মিঠু ঘোষতারিখ -০৮-০৪-২০২৩
সবুজ পাহাড় যেন সাগরের কোল বেয়ে ---কখনও আছড়ে পড়ছে জল তার গায়ে,কখনও সৌন্দর্য্যে ভরে দিচ্ছেভ্রমণ পিপাসুরা এগিয়ে গিয়ে।
জা…
সৃষ্টি সাহিত্য যাপন
দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনাম - "আনন্দ মিলন"
কলমে - মিঠু ঘোষ
তারিখ -০৮-০৪-২০২৩
সবুজ পাহাড় যেন সাগরের কোল বেয়ে ---
কখনও আছড়ে পড়ছে জল তার গায়ে,
কখনও সৌন্দর্য্যে ভরে দিচ্ছে
ভ্রমণ পিপাসুরা এগিয়ে গিয়ে।
জাহাজ ছুটেছে তার নিজ পথ প্রান্তে,
যেখানে অবারিত জলস্রোত সবুজান্তে।
কখনও নীলাভ আবার কখনও সবুজ
যেন অপরূপ চিত্রকরের হাত,
আবার কখনও খোলা আকাশের নিচে
মুগ্ধতায় নামে সন্ধ্যে রাত।
দূর হতে দেখা যায় জাহাজের মাস্তুল
যেখানে চোখ একটুও করে না ভুল।
শুধু মোহময় রূপের বারিরাশি
যেন প্রাণ মন সব হয়ে যায় উদাসী।
তবুও তো প্রকৃতি আজ কথা কয়
যেখানে আমাদের নেই কোনো ভয়।
যেখানে শুধু স্বাধীন জীবন যাপন
যেখানে শুধু প্রাণের আনন্দ মিলন।