Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

//দেখি সবাই নগ্ন//কলমে:সৈকত সামন্ত।তারিখ:১৮/০৪/২০২৩চারিদিকে প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গঝরে অবিরত।মৃতের স্তূপে পচছে আবাল বৃদ্ধ বনিতাচলছে ক্লান্তিকাল।রুটিহীন ঘরহীনরা প্রতিবাদ থেকে বঞ্চিতসেথা সংঘবদ্ধ সংযম।অফুরান জলে আরো দু ফোঁটার জন্…


 //দেখি সবাই নগ্ন//

কলমে:সৈকত সামন্ত।

তারিখ:১৮/০৪/২০২৩

চারিদিকে প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ

ঝরে অবিরত।

মৃতের স্তূপে পচছে আবাল বৃদ্ধ বনিতা

চলছে ক্লান্তিকাল।

রুটিহীন ঘরহীনরা প্রতিবাদ থেকে বঞ্চিত

সেথা সংঘবদ্ধ সংযম।

অফুরান জলে আরো দু ফোঁটার জন্য ধর্মঘট

শাশ্বত সত্য সহনশীল।

বিভেদের অগম্য প্রাচীর অসূয়া ভেদাভেদের সম্পর্ক

ধু ধু বালি রুক্ষ।

মানব ধর্ম থেকে বিচ্যুত মানবের গর্ব আজ

ছুটন্ত হাহাকার।

পথেই প্রাণটা নির্গত হয়ে পথ শেষ হয়

সংকল্প মরুতে শুকায়।

ধর্মীয় অসহিষ্ণুতায় চাপা পড়ে ক্ষুধার্ত শিশুমুখ

নৃশংসতা বাড়ে।

নৈতিক মূল্যবোধে আস্থাশীলরা লজ্জায় মুখ ঢাকে

মনুষ্যত্বের অন্বেষণ বৃথা।

উপেক্ষিত মন অমানবিকতার মুখোশ চেনে

অফুরান বিরক্ত ছোড়ে।

কবির কলমে আবেগ থাকে থাকে মৃতকথা

দরদী অলৌকিকতা।

অসংখ্য নারী পুরুষের বুকের উপর দিয়ে গড়ায় 

গরীবতার চাকা।

একটু অপেক্ষা নাকি দিতে পারে কষ্টের অবশেষ

আগন্তুক হাসে।

স্নেহের হাত বাড়িয়ে ছিল যারা বলেছিল বেঁধেথাক

তাদের তীক্ষ হুইসেল স্তব্ধ।

কবিতা পড়ে আনন্দে আপ্লুতদের চিৎকার স্বার্থমগ্ন

বাস্তবতার অভাব।

বিরক্তিতে চেঁচিয়ে উঠি ধ্বংস সকল স্বপ্ন

কৃপণের মত লুকিয়ে থাকি দেখি সবাই নগ্ন।।