সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম --হে নতুন বর্ষনৃপেন্দ্র নাথ ভট্টাচার্য্য১৬-৪-২৩
হে নতুন এসো তুমি নবরূপে নবরাগেতুমি হবে জীবনের নতুন স্পন্দন , তোমার আগমনে শিহরণ জাগে।তোমার আগমনী দাবদাহ উপেক্ষা করে এগিয়ে যাব সুন্দর সুষমার সীমান্তে।সূরধনী…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম --হে নতুন বর্ষ
নৃপেন্দ্র নাথ ভট্টাচার্য্য
১৬-৪-২৩
হে নতুন এসো তুমি নবরূপে নবরাগে
তুমি হবে জীবনের নতুন স্পন্দন , তোমার আগমনে শিহরণ জাগে।
তোমার আগমনী দাবদাহ উপেক্ষা করে এগিয়ে যাব সুন্দর সুষমার সীমান্তে।
সূরধনী গঙ্গার বুকে প্রবাহিত জলের মত প্রবাহ মান সময়ের হাত ধরে গ্ৰীষ্ম বর্ষা সব ঋতু পারি দিয়ে পৌঁছে যাবো মধুময় বসন্তে।
চলার পথের প্রথম পদক্ষেপ তুমি বৈশাখ,প্রচন্ড গরমের এই বৈশাখে, কতো সুখ পাই বটের ছায়ায়
দখিনা হাওয়া গায়ে মেখে।
কাল বৈশাখী ঝড় জল হলে আনন্দে নেচে ওঠে মন
বয়ে চলে শীতল পবন।
এই বৈশাখে আম ,জাম লিচু কতো না ফলের সমারোহ। ভুলে গেলে হবে শুধু গরমের দোহাই দিয়ে । তুমি বছরের শুরু ,প্রথম ঋতু , প্রকৃতি জাগে নব আনন্দে ,সাজে নব সাজে।
তোমার কোলে মাথা রেখে বছরের সব হিসাব নিকাশ ,তাই তো এতো পূজা, এতো মেলা এতো সমাবেশ, এতো আনন্দ। তুমি নতুন ,তাই তোমার মাঝে নতুনের আনকোড়া গন্ধ।