সৃষ্টি সাহিত্য যাপনআমল কর ডেইজী আশরাফ ২০/৪/২০২৩নামাজ পড় রোজা রাখো বেহেশতে যাবার চাবী,সবার জন্য ভালো কর এটাই খোদার দাবী।মরে গেলে কেউ তখন আসবেনা তোমার কাজে,কবরে শুয়ে জবাব দিবে সকাল সনধ্যা সাঁঝে। কেয়ামতের মাঠে কেউ তোমাকে চি…
সৃষ্টি সাহিত্য যাপন
আমল কর
ডেইজী আশরাফ
২০/৪/২০২৩
নামাজ পড় রোজা রাখো
বেহেশতে যাবার চাবী,
সবার জন্য ভালো কর
এটাই খোদার দাবী।
মরে গেলে কেউ তখন
আসবেনা তোমার কাজে,
কবরে শুয়ে জবাব দিবে
সকাল সনধ্যা সাঁঝে।
কেয়ামতের মাঠে কেউ তোমাকে
চিনবেনা আর তখন,
যারা ছিলো দুনিয়া তে তোমার
একান্ত বন্ধু আপন।
তাই বলি আমল কর
এ ছাড়া গতি নাই,
তবে কেন মিছে শুধু আর
দুনিয়াতে ঘর সাজাই -?