সৃষ্টি সাহিত্য যাপন ঈদ-আনন্দ সেখ লিয়াকত ২১,০৪,২৩
ঈদের খুশি ভাগ করি ভাই এসো সবার সাথে,ভাইয়ের সাথে বিবাদ ভুলে হাত রাখি তার হাতে ।
কোরমা পোলাও ভালো খাবারসবাই মিলে খাব,নতুন জামা আতর মেখে ঈদের মাঠে যাব ।
পাশের বাড়ির গরিব অনা…
সৃষ্টি সাহিত্য যাপন
ঈদ-আনন্দ
সেখ লিয়াকত
২১,০৪,২৩
ঈদের খুশি ভাগ করি ভাই
এসো সবার সাথে,
ভাইয়ের সাথে বিবাদ ভুলে
হাত রাখি তার হাতে ।
কোরমা পোলাও ভালো খাবার
সবাই মিলে খাব,
নতুন জামা আতর মেখে
ঈদের মাঠে যাব ।
পাশের বাড়ির গরিব অনাথ
আছে যারা দুখে,
ঈদের দিনে আজকে তাদের
টেনে নেব বুকে ।
পাপের বেড়া দিয়ে মোদের
মন যে আছে রুদ্ধ,
ঈদের দিনে আজকে সবাই
করি এসো শুদ্ধ ।
সারামাসে রোজা পালন
প্রভুর কৃপার জন্য,
অতীত পাপের ক্ষমা পেলে
জীবন হবে ধন্য ।