Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন20/4/2023
কবিতা- অন্তর্দহন  টুয়া চক্রবর্ত্তী__________________
এ পথের শেষ নেই সীমাহীন দহন-ধোঁয়াশায় ঢাকা কত প্রশ্নের সন্তাপ,সম্মুখের পরিচয়ে খোঁজে স্বার্থ!হাজার জিজ্ঞাসার মাঝে ভাষারা নির্বাক।শব্দগুলো কোথায় হারিয়ে গ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

20/4/2023


কবিতা- অন্তর্দহন

  টুয়া চক্রবর্ত্তী

__________________


এ পথের শেষ নেই সীমাহীন দহন-

ধোঁয়াশায় ঢাকা কত প্রশ্নের সন্তাপ,

সম্মুখের পরিচয়ে খোঁজে স্বার্থ!

হাজার জিজ্ঞাসার মাঝে ভাষারা নির্বাক।

শব্দগুলো কোথায় হারিয়ে গেছে,- অন্তহীন আগ্নেয় পথের তপ্ততায়-

বা হারিয়ে গেছে তারা মরুভূমির ধুলোয়!

বাঁকে বাঁকে বিছিয়ে দহনের ম্যাগমা;

লুকিয়ে আছে কোথায় রক্তচোষা গিরগিটি;

চলার পথে শরীরে ছুঁড়ে দেয় আঘাত,

অ্যাসিডে জ্বলা-পোড়া শরীরে লাগে আগুনের ফুলকি। 

দহন যেন তীব্র গতিতে ধেয়ে আসে--

সহস্র বাড়বাগ্নি ঢেউয়ের রোষানলে অগ্নি অশ্রু বহে!

অন্তর্দহনের নিরবচ্ছিন্ন ভূমিকা অন্ধকারে মিশেছে।

আলোর অনুপস্থিতিতে চারদেওয়ালে ছায়ামূর্তির আনাগোনা,

সকল অন্বয়ের পাট চুকে গেছে বৈকুন্ঠের ভেলায়,-

প্রদীপের শিখা জুরে শুধুই আঁধার,

অস্তমিত সূর্যের পশ্চিমপ্রান্ত বিরহে ম্লান;

জটা-তোয়দের বজ্রনিনাদ যেন গরল পান করেছে!

চুল্লির আগুন তাকে ভষ্ম করতে পারে না।

অন্তর্দহন কুরে-কুরে খায় সংসারকে;

ভূমির আহরিত প্রানেরা জ্বলে ভস্মীভূত।

বিচিত্রতার ব্যাখ্যা হয় না আর--

ভষ্মের ধোঁয়া বহুদূর বিস্তৃত,-

ফজিহত কখনই ছায়ার থেকে দূরে সরে না;

তামস জীবন হাতরায় আলোর ঠিকানা,

সায়রের স্রোতে ভেসে চলছে প্রতি মুহুর্ত- 

অন্তর্দহনের হাবুজখানাতেই বন্দী থাক সত্যের সাকিন।।