বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকবর্তমান জীবনযাত্রার পাঠশালায় দুঃখ ব্যথা, পাওয়া না পাওয়া, ন্যায় অন্যায় আর প্রতিবাদ নিয়ে নবীন প্রবীণ কবিদের মেলবন্ধনে মনিমালা দেশ পত্রিকার নীরদা( কবিতা) আত্মপ্রকাশ করল। এক ভাবগম্ভীর পরিবেশে এই …
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
বর্তমান জীবনযাত্রার পাঠশালায় দুঃখ ব্যথা, পাওয়া না পাওয়া, ন্যায় অন্যায় আর প্রতিবাদ নিয়ে নবীন প্রবীণ কবিদের মেলবন্ধনে মনিমালা দেশ পত্রিকার নীরদা( কবিতা) আত্মপ্রকাশ করল। এক ভাবগম্ভীর পরিবেশে এই কবিতা বইটির উদ্বোধন করলেন কলকাতা দূরদর্শনের প্রোগ্রাম এক্সিকিউটিভ কৃষ্ণপদ দাস, বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বেতার ও দূরদর্শনের নাট্যশিল্পী সুস্মিতা দাস, অধ্যাপিকা ডক্টর দেবযানী ভৌমিক, আকাশবাণী কলকাতার প্রোগ্রাম এক্সিকিউটিভ শুভেন্দু দাস ,পত্রিকার সম্পাদক সমরেশ চন্দ্র বেরা, অন্দরমহল পত্রিকার সম্পাদক অঞ্জন কুমার মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিরা। কবিতা পাঠের জন্য অনুষ্ঠানে নবীন প্রবীণ কবিদের স্বচরিত কবিতা উপস্থিত সাহিত্য প্রেমী মানুষদের উৎসাহ দান করে।