বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদায় যত্রতত্র আবর্জনা ফেলে রাখা কে কেন্দ্র করে বিভিন্ন সময়ে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে। রবিবার শহীদ মাতঙ্গিনী ব…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদায় যত্রতত্র আবর্জনা ফেলে রাখা কে কেন্দ্র করে বিভিন্ন সময়ে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে। রবিবার শহীদ মাতঙ্গিনী ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে মেচেদা কঠিন আবর্জনা নিরাপদ নিষ্কাশন সংক্রান্ত বিষয়ে মেচেদা বিদ্যাসাগর হলে এলাকার ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। উল্লেখ্য মেচেদায় একটি এসডব্লু ম্যানেজমেন্ট প্রজেক্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। এলাকার একটি নির্দিষ্ট স্থান থেকে কিভাবে আবর্জনা গুলি সংগ্রহ করা হবে তার নির্দিষ্ট গাইড লাইন ও শিবির থেকে জানানো হয়েছে । এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও অমিত গায়েন, সভাপতি রাজেশ হাজরা, শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সুজয় মাইতি, আমরা সুষম জলপ্রভাতের কর্ণধার প্রসূন কান্তি দাস, স্থানীয় সমাজসেবী সুকুমার মাইতিও পঞ্চানন দাস।