Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্ষার আগে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র দেনান খাল সংস্কারের জন্য সেচ দপ্তরকে এক কোটি টাকা পাঠাল

বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুকপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ দেনান খাল দিয়ে আমলহান্ডা, সাগর বার ,পুলশিটা গ্রাম পঞ্চায়েত এলাকার  বিস্তীর্ণ এলাকার জল নিকাশি হয়ে থাকে। বেশ কয়েক বছর ধরে জল নিকাশি ব্যবস্থা প্রা…



বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ দেনান খাল দিয়ে আমলহান্ডা, সাগর বার ,পুলশিটা গ্রাম পঞ্চায়েত এলাকার  বিস্তীর্ণ এলাকার জল নিকাশি হয়ে থাকে। বেশ কয়েক বছর ধরে জল নিকাশি ব্যবস্থা প্রায় বন্ধ থাকার মত অবস্থায় রয়েছে। রাজনৈতিক থেকে অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কোলাঘাট তাপ বিদ্যুৎ  কেন্দ্রের  ছাই ভর্তি হয়ে যাওয়া কে কেন্দ্র করে বিক্ষোভ ডেপুটেশন পথসভা থেকে বিভিন্ন ধরনের আন্দোলন করার পর অবশেষে তাপ বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে সেচ দপ্তরকে এক কোটি টাকা মঞ্জুর করে পাঠিয়েছে বলে সূত্রের খবর। দেনান দেহাটি জল নিকাশি প্রকল্প কার্যকর হলে দেহাটি খালের সংযোগের মধ্য দিয়ে পাঁশকুড়া ব্লকের পাঁশকুড়া১ ও কেশাপাট এবং কোলাঘাট ব্লকের সিদ্ধা ১ ও সিদ্বা ২ গ্রাম পঞ্চায়েতের আর কুড়িটি মৌজার জল নিকাশি সুবিধা জনক অবস্থার মধ্যে আসবে। কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছাই মিশ্রিত জল ফেলে খালটি ছাইয়ে মজে চায়। সেই সঙ্গে অপরিকল্পিতভাবে বনসৃজনে ঝড়ে পরা পাতা ও কচুরিপানাও এর বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছিল। বোরো চাষের সমস্যা থেকে সাগরবার গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি মৌজা গত বর্ষায় হাঁটু সমান জল লক্ষ্য করা গেছে নিকাশি না থাকার জন্য। এ বিষয়ে রাজনৈতিক ও অরাজনৈতিক কৃষক সংগ্রাম পরিষদ কোলাঘাট ব্লকের বিডিও এবং সেচ দপ্তরের আধিকারিক এর নিকট ডেপুটেশন দেয়। খালটি অবিলম্বে  সংস্কারের দাবিতে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার কে স্মারকলিপিও দেয়। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের নিকট থেকে জানা যায় গত ২০ এপ্রিল প্রায় এক কোটি টাকা বরাদ্দ করে শেষ দপ্তরের পূর্ব মেদিনীপুর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কে চিঠি পাঠিয়েছে। কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক বলেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের নিকট সংস্কারের দাবিতে বিভিন্ন সময় ডেপুটেশন দেওয়া হয়েছে এটা তাদের আন্দোলনের ফল। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে টাকা মঞ্জুর এর বিষয়টি তিনিও জানান।