#নদী এবং মন✍️✍️✍️✍️ কবি মিশ্র🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️মনকে নদীর সামনে নিয়ে গেলামস্রোতোস্বীনি কি একটু লজ্জা পেল !মন ও পড়তে শুরু করলো স্রোতোস্বীনির কথা।
কখন যে ওরা বন্ধু হয়ে গেল বুঝতে পারলাম না। অপেক্ষা করছি অজুত…
#নদী এবং মন
✍️✍️✍️✍️ কবি মিশ্র
🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️
মনকে নদীর সামনে নিয়ে গেলাম
স্রোতোস্বীনি কি একটু লজ্জা পেল !
মন ও পড়তে শুরু করলো স্রোতোস্বীনির কথা।
কখন যে ওরা বন্ধু হয়ে গেল বুঝতে পারলাম না।
অপেক্ষা করছি অজুত, নিজুত, সহস্রাধিক বছর
নদী শান্ত কুল কুল বহে যায়,
কখন ও খরস্রোতা বর্ষার জলে গর্ভবতী,
কখন ওরা পাড় ভেঙে গর্জন করে ,
কখন ও বা তিরতির করে হাসতে হাসতে ছুটে চলে ।
মনে কি নদীর কথা পড়তে পারে?
মন ও নদী সময়ের সাথে একই কথা বলে..
এক ই কথা বলে, দুজনে দুজনের সমব্যথী।© কবি
🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️
🌧️🌧️☀️☀️🌧️🌩️🌩️🌩️🌩️⛈️⛈️⛈️🌦️🌦️
বৃষ্টি খেলা
********
কবিতা আজ বৃষ্টি নিয়ে করছে খেলা
রিমঝিমঝিম, টুপটাপটুপ, ঝমঝমিয়ে।⛈️
বৃষ্টি লুকোয় গাছের পাতায়, ফুলের দলে
কবিতা তাকে খুঁজতে গিয়ে যায় হারিয়ে।🤔
বৃষ্টি বুঝি নামল এসে উঠোন জুড়ে
কবিতা হেসে যায় যে ছুটে ভিজবে বলে।😄
দুষ্টুমিতে বৃষ্টি হাসে ঝিরঝিরিয়ে
কবিতা আজ বৃষ্টি হয়ে খেলার ছলে।😚
©কবি
🌦️⛈️🌩️🌧️🌦️⛈️🌩️🌧️🌦️⛈️🌩️🌧️