Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কবি শ্রদ্ধার্ঘ্য

কবিতার নাম,, আমার কবিকবি,, মিঠু ভট্টাচাৰ্যতারিখ,,২৬.৫.২৩( কবির কাব্য গ্রন্থগুলির নাম দিয়ে ক্ষুদ্র প্রচেষ্টা 🙏🙏🙏)
বিদ্রোহী কবি বলেছিলে তুমি গাহি সাম্যর গান,।চেয়েছিলে তুমি কৈফিয়ত অগ্নিবীনার প্রাণ।।পাণ্ডুলিপির চক্রবাকে বিষের বাঁশ…




 কবিতার নাম,, আমার কবি

কবি,, মিঠু ভট্টাচাৰ্য

তারিখ,,২৬.৫.২৩

( কবির কাব্য গ্রন্থগুলির নাম দিয়ে ক্ষুদ্র প্রচেষ্টা 🙏🙏🙏)


বিদ্রোহী কবি বলেছিলে তুমি গাহি সাম্যর গান,।

চেয়েছিলে তুমি কৈফিয়ত অগ্নিবীনার প্রাণ।।

পাণ্ডুলিপির চক্রবাকে বিষের বাঁশি বাজাও।

শিউলিমালার অঞ্জলিতে সঞ্চিতা কে সাজাও।।

মরুভাস্করের কুহেলিকায় জিঞ্জিরি নির্ঝর।

বাঁধন হারা গুলবাগিচায় বেদুইন এর ঝড়।।

পূবের হাওয়া দেয় যে যখন দোলন চাঁপার বনে,

ফনিমনসাও দুলে ওঠে নজরুলগীতির সনে।

বাঁধন হারা ঝড় উঠেছে ধূমকেতু দেয় উঁকি,

রাজবন্দীর জবানবন্দী মিথ্যে টা তো ফাঁকি।

প্রলয় শিখা আলেয়া দেখায় গায় যে ভাঙার গান,

সিন্ধু হিন্দোল স্মৃতি কথা দেয় যে ব্যাথার দান।

নতুন চাঁদ সন্ধ্যা দেখায় আজ পুতুলের বিয়ে,

সর্বহারা চিত্তনামা রিক্তের বেদন নিয়ে।

কবি তুমি বরণ করে এপার ওপার বাংলা,

ছায়ানট এর সুরের তালে সাজাও মধুমালা।

সাত ভাই চম্পা ডাকে কবি তোমার সুরে,

প্রণাম জানাই আমার কবি আছো হৃদয় জুড়ে,,,, তুমি আছো হৃদয় জুড়ে। 🙏🙏🙏🙏🙏🙏


( কবি নজরুলের রচনা গুলি নিয়ে আমার এই কবিতা টি লেখার ক্ষুদ্র প্রয়াস 🙏)