Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তরুণ কবি সুকান্ত ভট্টাচাৰ্য

তরুণ কবি সুকান্ত ভট্টাচাৰ্য🙏🌹🙏🌹কবি,, মিঠু ভট্টাচাৰ্যতারিখ,,২৮.৫.২৩
হে মহাজীবন সুহৃদবরেষু, এই ছাড়পত্র লিখি তোমায়। 🙏একে যে ছিল কিশোর কবি সুকান্ত, ঘুম নেই তার চোখে, রানার হয়ে ছুটেছে এ মৃত পৃথিবী কে ঠেলে আগামী দিনের দিওয়ালি দেখার…

 


তরুণ কবি সুকান্ত ভট্টাচাৰ্য

🙏🌹🙏🌹

কবি,, মিঠু ভট্টাচাৰ্য

তারিখ,,২৮.৫.২৩


হে মহাজীবন সুহৃদবরেষু, এই ছাড়পত্র লিখি তোমায়। 🙏একে যে ছিল কিশোর কবি সুকান্ত, ঘুম নেই তার চোখে, রানার হয়ে ছুটেছে এ মৃত পৃথিবী কে ঠেলে আগামী দিনের দিওয়ালি দেখার স্বপ্ন পথের আশায়। 🌹সহসা ঠিকানা পায় নিভৃতে আলো অন্ধকারে। 💚একটি দেশলাই কাঠি জ্বালিয়ে বলে জাগবার দিন আজ। 💛সেই তারুন্য আঠারো বছর বয়স জানে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। 🇮🇳মুহূর্তে দেয় সে ফসলের ডাক 💙শোনেনা চিল চিৎকার। 💓

সুতরাং নিবৃতির পূর্বে সে ডাক দেয় চরম পত্র লিখে। 💕পড়ায় রৌদ্র স্নানে চৈত্র দিনের পাঠ। ✒️জানায় গাইতে হবে ঘুম ভাঙার গান। ✒️ব্যর্থতার খোঁজর ঢেকে গায় মৃত্যুঞ্জয়ী গান। 💞অনুভবন করে বলে আমার মৃত্যুর পর আগামী ভবিষ্যতের চারাগাছ যে লাগাবে কাশ্মীর এর পটভূমি তে, সে অভিযান হবে সফল। 🇮🇳ঘুম নেই তাই চোখে। 😍সাবাশ বাংলার দেয় সে পূর্বাভাস। 💞 প্রতিদ্বন্দ্বী হয়োনা কারো। 🍓পরিচয় দেয় যে সিপাহী বিদ্রোহ আগুন ধরিয়েছিল সেই বিপ্লব দীর্ঘজীবী হোক। 🇮🇳

কবি সুকান্তের প্রতি তাঁর রচনা দিয়ে তাঁকে শ্রদ্ধাঞ্জলি 🙏এক অতি ক্ষুদ্র প্রয়াস এই পাঠিকার, 🌹🌹🌹🌹। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি। 🇮🇳