তমলুক: গভীর রাতে কর্তব্যরত অবস্থায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল তমলুক থানার এক সিভিক ভলেন্টিয়ারের। মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম অরুণ লাল প্রধান, বয়স ৩০। শুক্রবার রাতে তমলুক থানার অন্তর্গত হলদিয়া মেছেদা জাতীয় সড়কের সোনাপেত্যা…
তমলুক: গভীর রাতে কর্তব্যরত অবস্থায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল তমলুক থানার এক সিভিক ভলেন্টিয়ারের। মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম অরুণ লাল প্রধান, বয়স ৩০। শুক্রবার রাতে তমলুক থানার অন্তর্গত হলদিয়া মেছেদা জাতীয় সড়কের সোনাপেত্যা টোল প্লাজায় নাকা চেকিং এর সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের। মৃত ওই সিভিক ভলেন্টিয়ার এর বাড়ি চনশ্বরপুর গ্রামে। মৃত সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী, বাবা-মা ও একটি দু বছরের পুত্র সন্তান রয়েছে।
তমলুক থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই মারা যায় সিভিক ভলেন্টিয়ার অরুণ লাল প্রধান। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত গভার্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।