নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....কেশপুর ব্লকের শীর্ষা গ্রাম পঞ্চায়েত এলাকাধীন পারুলিয়া গ্রামে পারুলিয়া যুব সংঘের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হোল শনিবার।শিবিরের উদ্বোধন করেন স্থানীয় পারুলিয়া নিতাই গৌরাঙ্গ আশ্রমের প্রেমানন্…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....কেশপুর ব্লকের শীর্ষা গ্রাম পঞ্চায়েত এলাকাধীন পারুলিয়া গ্রামে পারুলিয়া যুব সংঘের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হোল শনিবার।
শিবিরের উদ্বোধন করেন স্থানীয় পারুলিয়া নিতাই গৌরাঙ্গ আশ্রমের প্রেমানন্দ দাসবাবাজী মহারাজ।
শিবিরে ২ জন মহিলা সহ ৭১ জন রক্তদান করেন।
কবি পক্ষে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এলাকার প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব তথা অবিভক্ত মেদিনীপুর জেলার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী রবীন্দ্রনাথ মিত্রের আবক্ষ মূর্তিতেও মাল্যদান করা হয়। শিশু শিল্পী অস্মিতা মিত্রের কণ্ঠে " আমরা করব জয়" গানটি আয়োজনের মূল সুর বেঁধে দেয়।
রক্তদাতাদের উৎসাহিত করতে ,শিবিরের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী প্রদ্যুৎ পাঁজা।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রদ্যুৎবাবু বলেন, যে সময় রৌদ্রের দাবদাহে মানুষ ঘরবন্দি তখন পারুলিয়া যুব সংঘ রক্তদান শিবির আয়োজন করে অনন্য নজির গড়ল। পাশাপাশি তিনি জানান, কেশপুর ব্লকের প্রতিটি অঞ্চলে যাতে এমন রক্তদান শিবির অনুষ্ঠিত হয় তাঁর জন্য তিনি উদ্যোগী হবেন ।
রক্তদান শিবিরের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী মলয় ঘোষ, শংকর চক্রবর্তী, রক্তদান আন্দোলন কর্মী ফাকরুদ্দিন মল্লিক, বিশিষ্ট সমাজকর্মী তথা অধ্যাপক ডা: শান্তনু পন্ডা প্রমুখ।
মলয়বাবু তাঁর বক্তব্যে এমন মহতী উদ্যোগ আয়োজনের জন্য পারুলিয়া যুব সংঘের প্রতিটি সদস্যবন্ধুদের অভিনন্দন জানান।
বিশিষ্ট সমাজসেবী চঞ্চল ঘোষ, দীনবন্ধু পরমানিক, সূর্যকান্ত বড়দোলই, অনুপ রায়, কিংকর চক্রবর্তী, স্থানীয় চিকিৎসক ডা: প্রবীর ঘোষ, ডা:গৌতম রানা,তাপস মিত্র, শিক্ষাসেবী প্রনবেশ মিত্রের উপস্থিতিতে রক্তদান শিবির আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। শিবিরটি সুচারুভাবে সঞ্চালনা করেন সমাজকর্মী শিক্ষক স্নেহাশিস চৌধুরী ও পারুলিয়া যুবসংঘের সদস্য বাপী বাগ।
রক্ত সংগ্রহে ছিলেন ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী বৃন্দ।
শিবিরে উপস্থিত ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্কের ল্যাবরেটরী টেকনোলজিষ্ট তথা পারুলিয়া গ্রামের ভূমিপুত্র সমরেশ মিত্র জানান " দীর্ঘদিনের স্বপ্নলালিত কর্মসূচি রক্তদান শিবির আয়োজন করতে পেরে অত্যন্ত খুশি। যেভাবে গ্রামের ও পাশের এলাকার জনগণ রক্তদান শিবিরটি সফল করলেন এজন্য সবাইকে ধন্যবাদ জানাই।"
রক্তদাতাদের উৎসাহিত করতে ও সবুজায়নের বার্তা দিতে প্রত্যেক রক্তদাতাকে একটি করে আমগাছের চারা দেওয়া হয়।
প্রথম বর্ষের এই রক্তদান শিবির ঘিরে এলাকায় প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়।
উদ্যোক্তাদের পক্ষে পারুলিয়া যুব সংঘের সভাপতি সুমন মিত্র বলেন," গ্রীষ্মকালে রক্তদান শিবির আয়োজন আমাদের কাছে চ্যালেঞ্জিং ছিল। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রথম বর্ষের রক্তদান শিবির আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।
আগামীদিনে আমরা রক্তদান শিবির আয়োজনের পাশাপাশি থ্যালাসেমিয়া সচেতনতা শিবির, মরণোত্তর চক্ষুদান, অঙ্গদান বিষয়ক আলোচনা সভা আয়োজন করব।"সংঘের সম্পাদক শ্রীকান্ত জানা শিবির টি সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় সদস্যাবৃন্দ সহ এলাকাবাসী, শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।