বাবলু বন্দ্যোপাধ্যায়। মেচেদা
তমলুক মহকুমার মেচেদা শ্রীধর মিলন মন্দির গ্রন্থাকারে রবিবার গোধূলির পড়ন্ত বেলায় সমাজ সংস্কারে রবীন্দ্র নজরুলের ভূমিকা বিষয়ক এক স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট ডাক্তার বিশ্…
বাবলু বন্দ্যোপাধ্যায়। মেচেদা
তমলুক মহকুমার মেচেদা শ্রীধর মিলন মন্দির গ্রন্থাকারে রবিবার গোধূলির পড়ন্ত বেলায় সমাজ সংস্কারে রবীন্দ্র নজরুলের ভূমিকা বিষয়ক এক স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট ডাক্তার বিশ্বনাথ পড়িয়া। রবীন্দ্র নজরুলের সমাজ সংস্কারের ভূমিকার ভিন্ন দিক নিয়ে নিয়ে আলোচনা করেন সাহিত্যিক সুকুমার মাইতি, কবি প্রশান্ত শেখর ভৌমিক, অনিল সামন্ত, মনোরঞ্জন খাঁড়া, দুরন্ত বিজলি, রাজকুমার পন্ডা, আনন্দমোহন দাস, রমেশ চন্দ্র বেরা, বিভাস মন্ডল স্বপন বাগ প্রমুখ। অনুষ্ঠানের পৌরহিত্য করেন আমিরুল ইসলাম।