Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যুব সমাজের সমস্যা ও উত্তরণ নিয়ে আলোচনা সভা মেচেদায়

বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুকস্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী মহান মার্কসবাদী চিন্তা নায়ক শিবদাস ঘোষের জন্ম শতবর্ষ উপলক্ষে যুব সংগঠন এ আই ডি ওয়াই ও পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে রবিবার মেছেদা বিদ্যাসাগর  স্মৃতি…



বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুক

স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী মহান মার্কসবাদী চিন্তা নায়ক শিবদাস ঘোষের জন্ম শতবর্ষ উপলক্ষে যুব সংগঠন এ আই ডি ওয়াই ও পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে রবিবার মেছেদা বিদ্যাসাগর  স্মৃতি ভবনে যুব সমাজের সমস্যা উত্তোরন ও শিবদাস ঘোষের চিন্তাধারা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অনুরুপা দাস, নবেন্দু পাল, অঞ্জন মুখার্জি। শতাধিক যুবকর্মী উপস্থিত ছিল বলে দলের পক্ষ থেকে বলা হয়েছে।