Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কার্ল মার্কসের জন্মদিন পালন

নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর....গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মেদিনীপুর শহরেও পালিত হলো বিশ্ববরেণ্য দার্শনিক কার্ল মার্কসের ২০৬ তম জন্মদিন। এই উপলক্ষ্যে শুক্রবার সকালে বামফ্রন্টের উদ্যোগে মেদিনীপুর শহরের স্টেশন রোডে জলট্যাঙ্কির ক…


নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর....গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মেদিনীপুর শহরেও পালিত হলো বিশ্ববরেণ্য দার্শনিক কার্ল মার্কসের ২০৬ তম জন্মদিন। এই উপলক্ষ্যে শুক্রবার সকালে বামফ্রন্টের উদ্যোগে মেদিনীপুর শহরের স্টেশন রোডে জলট্যাঙ্কির কাছে অবস্থিত কার্ল মার্কসের মূর্তির পাদদেশে মার্কসের জন্মদিন পালনের কর্মসূচিত অনুষ্ঠিত হয়। মার্কসের মূর্তি মাল্যদান ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালিত হয়।


এদিনের কর্মসূচিতে সিপিআইএমের পক্ষে উপস্থিত ছিলেন দীপক সরকার, তরুণ রায়, তাপস সিনহা, ফরোয়ার্ড ব্লকের দিলীপ নায়েক, আর এস পির জয়ন্ত রায় প্রমুখ নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম নেতা কীর্তি দে বক্সী। এছাড়াও মেদিনীপুর শহর সহ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় সিপিআইএম সহ অন্যান্য বামপন্থী দলের উদ্যোগে মার্কসের জন্মদিন পালিত হয়।