Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গতকালের উত্তপ্ত ময়না আজ বনধের এখনো পর্যন্ত স্বাভাবিক। অপ্রীতিকর ঘটনা রুখতে বিশাল পুলিশ বাহিনী এলাকায়

গত কাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির ঘোষনা অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে  পূর্ব মেদিনীপুর জেলা সহ পুরো ময়না ব্লক জুড়ে বনধের সর্মথনে মাঠে নেমেছে বিজেপি কর্মীরা। রাস্তার ওপর চেয়ার পতাকা বাঁশ দিয়ে ঘিরে পথ অবরোধ শুরু করেছে বিজেপি ক…



গত কাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির ঘোষনা অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে  পূর্ব মেদিনীপুর জেলা সহ পুরো ময়না ব্লক জুড়ে বনধের সর্মথনে মাঠে নেমেছে বিজেপি কর্মীরা।

 রাস্তার ওপর চেয়ার পতাকা বাঁশ দিয়ে ঘিরে পথ অবরোধ শুরু করেছে বিজেপি কর্মীরা। বিরোধী দলনেতার ঘোষনা অনুযায়ী ১২ ঘন্টার বন্ধ সর্মথন করতে মরিয়া বিজেপি কর্মী সর্মথকেরা, পথচলতি মানুষ, যান বাহনকে জোর পূর্বক যেতে বাঁধা দিচ্ছেন তারা, যারা অযান্তে বেরিয়ে পড়েছেন তাদেরকে ঘুর পথেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। গতকাল ময়না জুড়ে চরম বিক্ষোভের সাক্ষী থাকা সাধারন মানুষের দৈননদিনজীবন বুধবার কাজের দিনেও সকাল থেকে স্তব্ধ।

 এদিকে দেখা গেল ময়নার অন্নপূর্ণা বাজারে পথ অবরোধ করেছে বিজেপি কর্মীরা। কোন কোন দোকান আবার সন্ত্রাসের ভয়ে বন্ধ করে দিচ্ছেন। কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।