বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকশিক্ষাক্ষেত্রে তৃণমূল সরকারের চরম দুর্নীতিতে সমস্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার, ডিএ সংক্রান্ত বিষয়ে অবহেলা, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকরা নিরাপত্তা হীনতায় থাকা সহ আরো বেশ কয়েকটি দাবি নিয়ে পূর্ব মেদ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
শিক্ষাক্ষেত্রে তৃণমূল সরকারের চরম দুর্নীতিতে সমস্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার, ডিএ সংক্রান্ত বিষয়ে অবহেলা, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকরা নিরাপত্তা হীনতায় থাকা সহ আরো বেশ কয়েকটি দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রাজপথে বিজেপির শিক্ষক সেল কে প্রতিবাদে সবর হতে দেখা গেল। শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে রাজ্য সরকারকে জানান দিল শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের অনীহার বিষয়গুলিকে নিয়ে। শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত টাকা রাজ্য সরকার নয় ছয় করছে বলেও অভিযোগ আনে শিক্ষক সেলের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য শিক্ষা সেলের কনভেনার অনুপ ভট্টাচার্য, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মাইতি, সম্পাদক দেবব্রত পট্টনায়ক, সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন সহ ব্লক স্তরের শিক্ষক নেতৃত্ব।