বিতান শাসমল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছে। প্রাপ্ত নম্বর ৪৯০। তাম্রলিপ্ত পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে উত্তর চড়া শংকরআড়া এলাকায় বাড়ি। বিতান শাসমল পঞ্চম শ্রেণী থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় আবাসনে থেক…
বিতান শাসমল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছে। প্রাপ্ত নম্বর ৪৯০। তাম্রলিপ্ত পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে উত্তর চড়া শংকরআড়া এলাকায় বাড়ি। বিতান শাসমল পঞ্চম শ্রেণী থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় আবাসনে থেকে পড়াশোনা করত। বাবা ভরত কুমার শাসমল তমলুক কলেজের বিএড সেকশনের অধ্যাপক। মা তাপসী বর্মন শাসমল তমলুক রাজকুমারী সান্ত্বনাময়ী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা।
প্রথম থেকেই পড়াশোনা ভালো ছিল বিতান শাসমল। উচ্চমাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান অধিকার করায় বাবা-মা সহ পরিবারের সদস্যরা যেমন খুশি তেমনি তমলুক শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানান তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাড়া। এছাড়া ও উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর বৈদ্যনাথ সিনহা সহ অন্যান্যরা।