বৃহস্পতিবার বিকাল ৩টায় বরোজ অঞ্চলে বিজেপির একটি বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী বিমল কৃষ্ণ দাস(৫১) পিতা শ্রী হরি দাস পাঊশি বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে আনুমানিক ৬টা নাগাদ বর্তমান ভগবানপুরের বি…
বৃহস্পতিবার বিকাল ৩টায় বরোজ অঞ্চলে বিজেপির একটি বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী বিমল কৃষ্ণ দাস(৫১) পিতা শ্রী হরি দাস পাঊশি বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে আনুমানিক ৬টা নাগাদ বর্তমান ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির দেহরিক্ষ (CRPF)গুলি করে, ঘটনার স্থান- পাউসি বীজ সংলগ্ন। বিমল কৃষ্ণ দাস কে ভূপতি নগর থেকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে আনা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের ছড়া গুলিতে আহত হয়েছে বিজেপির গোবিন্দপ্রসাদ দাস (৩৩), বিজেপির আরেকজন বোমার আঘাতে আহত হয়েছে শুভজিৎ সামন্ত (২৮)। বিজেপি আহত দুজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।