নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : বিভিন্ন কারণে এই মুহূর্তে গোটা রাজ্যের পাশাপাশি অবিভক্ত মেদিনীপুর জেলাতে রক্তের সংকট চলছে। রক্তের এই সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুরের শহরের স্পন্দন হাসপাতাল। বুধবার স্পন্দন হাসপাতালে উ…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : বিভিন্ন কারণে এই মুহূর্তে গোটা রাজ্যের পাশাপাশি অবিভক্ত মেদিনীপুর জেলাতে রক্তের সংকট চলছে। রক্তের এই সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুরের শহরের স্পন্দন হাসপাতাল। বুধবার স্পন্দন হাসপাতালে উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির রক্তদান করে ৬২ জন রক্তদাতা। এঁরা সকলেই স্পন্দন পরিবারের সদস্য। স্পন্দন পরিবারের চিকিৎসক,নার্স, স্বাস্থ্যকর্মী, আধিকারিক , নিরাপত্তা রক্ষী সহ অন্যান্যরা রক্তদান করেন। রক্তদাতাদের অর্ধেক ছিলেন মহিলা। শিবিরে সবাইকে স্বাগত জানান স্পন্দনের অন্যতম ডিরেক্টর মনোজ পতি। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শংকর ষড়ঙ্গী। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উদ্বোধক সহ অন্যান্যরা স্পন্দনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।
