দিল্লির পার্লামেন্টের সামনে মহাপঞ্চায়েতকে বানচাল করবার জন্য দিল্লি ও হরিয়ানার এস ইউ সি আই (কমিউনিস্ট) নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং দিল্লির কুস্তিগীরদের আন্দোলনের অন্যতম নেতৃত্ব সাক্ষী মালিক সহ আন্দোলনকারীদের উপর পুলিশী নি…
দিল্লির পার্লামেন্টের সামনে মহাপঞ্চায়েতকে বানচাল করবার জন্য দিল্লি ও হরিয়ানার এস ইউ সি আই (কমিউনিস্ট) নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং দিল্লির কুস্তিগীরদের আন্দোলনের অন্যতম নেতৃত্ব সাক্ষী মালিক সহ আন্দোলনকারীদের উপর পুলিশী নির্যাতন ও নেতৃবৃন্দকে অগণতান্ত্রিক পদ্ধতিতে গ্রেপ্তারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আজ এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে পাঁশকুড়া,মেচেদা,ময়না,তমলুক,নিমতৌড়ী সহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। দলের নেতৃবৃন্দ সর্বভারতীয় মহিলা সাংস্কৃতিক সংগঠনের দিল্লি রাজ্য কমিটির সম্পাদিকা ঋতু কৌশিক সহ দলের হরিয়ানা রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব রাজেন্দ্র সিং এর নিঃশর্ত মুক্তির দাবি জানান। দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদক প্রণব মাইতি জানান, জেলার বিভিন্ন স্থানে আজ নক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল-পথসভা-পোস্টারিং প্রভৃতি কর্মসূচি রূপায়িত হয়েছে।