বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রাজপথ থেকে বিশ্ব উষ্ণায়ন ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে স্লোগান কে সামনে রেখে দুই মহাপুরুষ রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি পর্যন্ত প্রায় ১৩০ কিলো…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রাজপথ থেকে বিশ্ব উষ্ণায়ন ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে স্লোগান কে সামনে রেখে দুই মহাপুরুষ রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার পথ সাইকেল র্যালি শুরু হলো মঙ্গলবার। কোলাঘাট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য ও প্রাক্তন চার ছাত্র কে নিয়ে এই সাইকেলের র্যালির বন্দোবস্ত করা হয়। কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের সংবর্ধনা ও জানান। দুদিনের এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন প্রান্তে বিশ্ব উষ্ণায়ন ও সামাজিক অবক্ষয়ের বিভিন্ন দিকগুলি তুলে ধরা হবে বলে জানালেন প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য।দুই মহাপুরুষকে সেতুবন্ধন করে তাদের এই সাইকেলের র্যালি। সামাজিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে না পারলে আগামী দিনে পরিবেশকে রক্ষা করা দূরহ ব্যাপার। মানুষের মধ্যে সচেতনতা বোধকে ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে জানান শ্রী ভট্টাচার্য।