"বিদ্রোহী কবি,,কাজী নজরুল ইসলাম"জন্মদিন,,,১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ ।_______________"স্মরণে নজরুল "__________________ "মোরা গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই __ …
"বিদ্রোহী কবি,,কাজী নজরুল ইসলাম"
জন্মদিন,,,১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ ।
_______________
"স্মরণে নজরুল "
__________________
"মোরা গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই __
নহে কিছু মহীয়ান "।।
,,,,এই চরম সত্য দ্রষ্টা,"বিদ্রোহী "কবি কাজী নজরুল ইসলাম এর আজ১২৪( +) তম জন্ম তিথির পূণ্য লগ্নে জানাই আমাদের স্বশ্রদ্ধ প্রণাম। আজ শুভদিনে,,' বাজাও পাঞ্চজন্য শঙ্খ, দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক "।
কবির কবিতার মূল বিষয় বস্তুই ছিল,,মানুষের প্রতি মানুষের অত্যাচার,অবিচার,সামাজিক শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। "বিদ্রোহী "(১৯২২) কবিতাটি প্রকাশিত হবার পরই তিনি জনসমুদ্রে ,"বিদ্রোহী কবি " হিসাবে পরিচিত হন। আমার স্থির বিশ্বাস ওই কবিতাটি পড়তে পড়তে এখনও সবার মাঝে এক বিদ্রোহী চেতনা ফল্গু ধারার মতো শরীরে বয়ে চলে।,,।
বল বীর,
মহাবিশ্বের মহাকাশ ফাড়ি
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি
***********
উঠিয়াছি চির বিস্ময় ,
আমি বিশ্ব বিধাত্রীর,,,,,
চির উন্নত মম শির,,,,,।
সেই মানবতার পূজারীর চরণে আজ ফুল স্বরূপ স্ব রচিত কবিতা দিয়ে বলি,,
"অঞ্জলি লহ মোর ,, কবিতা অঞ্জলীতে,,,,,",
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আজ জন্মদিনে তোমায় স্মরি
হে,চির বিদ্রোহী বীর
রুদ্ধ প্রাণের পল্ললে আজ__
তোমার চরণে মোদের হোক নত শির ।।
অগ্নিবীণা র পাতায় পাতায়
গেঁথেছো যে সুর, তা বিশ্বে ভাসে
সর্বহারার চিত্তনামা ওঠে মেতে
আজ সেই সৃষ্টি সুখের উল্লাসে ।।
দূর্গমপথ পেরিয়ে যে জন
জাগিয়ে তোলে বীর কাহিনী
তোমার মন্ত্রে দীক্ষিত হয়ে
ঘরে ঘরে জাগে পুজারীনি ।।
পলাতকার সাঁঝের ছায়ায়
হাতছানি দেয় নিবিড় মায়ায়
হরিৎ ক্ষেত্রে সোনালী আলোয়
ঝিঙে ফুল মোদের হৃদয় দোলায় ।।
ভৈরবী কাহারবা র তালে যত বুলবুলি
বাগিচায় ফুল শাখে দেয় দোল
ফুলে ফুলে বুক ভরে দেশমাতার
ওষ্ঠে জাগে হাসি, গালে পড়ে টোল ।।
ভাটিয়ালী গানে সুর তোলে মাঝি
",,,, বানে ভেসে গেলো মোর ঘর"
কোন সুদূর গাঙে ভেসে চলে সে যে
পর রে করে আপন,আপন রে করে পর ।।
পথচারী মুসাফির এসে,বলে যায় হেসে
দুঃখী মিঞা তোমার চৈতী হাওয়া
জীবন চক্রের এটাই নিয়ম
কখনও আসা,কখনও বা যাওয়া ।।
তোমার ই লেখায় তোমায় স্মরি
তোমার জীবনী স্মৃতিতে ধরি___
" যেদিন আমি হারিয়ে যাবো
বুঝবে সেদিন বুঝবে
রাতের আকাশে, তারার জগতে
খুঁজবে আমায় খুঁজবে "।।
দেশভক্তির অমর গাঁথায়
জগৎ বাসী নেবেই তোমার নাম
আজ শুভদিনে কান্ডারী তুমি ___
লহ মোদের প্রণাম।।
**************