Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন।পরিবারের সকলকে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে, আমার আজকের নিবেদন।# কলমে : সুনীত বিশ্বাস।11/06/2023.
নব প্রভাতের অঙ্গীকারে,    ডাক দিলে প্রভাকরে,         উঁকি দিলো পুব গগনে।ঘুম ভেঙে জাগে ধরণী,       নব দিবস লয় বরণি,…


 সৃষ্টি সাহিত্য যাপন।

পরিবারের সকলকে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে, আমার আজকের নিবেদন।

# কলমে : সুনীত বিশ্বাস।

11/06/2023.


নব প্রভাতের অঙ্গীকারে,

    ডাক দিলে প্রভাকরে,

         উঁকি দিলো পুব গগনে।

ঘুম ভেঙে জাগে ধরণী,

       নব দিবস লয় বরণি,

            আলো ভরা অঙ্গনে।

               ।।শুভ সকাল।।