এবং প্রতিবিম্ব ...সিরাজুল ইসলাম ঢালীতারিখ : ১৬.০৬.২৩
মানুষের সামনে মানুষের পিছনে....নদী খাল বিলে পড়ে থাকেঅজানা অচেনা মানুষের পচাগলা লাশ !এখানে ওখানে উলঙ্গ লাশ মাঠ ঘাটে গলাকাটা লাশঝোপ ঝাড়ে শকুনে খাওয়া লাশ,খানা খন্দে কর্দমা…
এবং প্রতিবিম্ব
...সিরাজুল ইসলাম ঢালী
তারিখ : ১৬.০৬.২৩
মানুষের সামনে মানুষের পিছনে....
নদী খাল বিলে পড়ে থাকে
অজানা অচেনা মানুষের পচাগলা লাশ !
এখানে ওখানে উলঙ্গ লাশ
মাঠ ঘাটে গলাকাটা লাশ
ঝোপ ঝাড়ে শকুনে খাওয়া লাশ,
খানা খন্দে কর্দমাক্ত দুর্গন্ধ যুক্ত লাশ ।
কালো হাতে খোবলানো বক্ষ নারীদেহের লাশ
পিপীলিকা খোবলানো চোখ শিশুদেহের লাশ ।
ক্ষতবিক্ষত রক্তাক্ত নিতম্ব যুবতীর লাশ,
রক্তস্রাবে ভেসে যাওয়া কুমারী দেহের লাশ ।
ব্লেডে মস্তক মুন্ডিত পুরুষ মানুষের লাশ,
ভাঙাচোরা বিভৎস দাঁতহীন লাশ,
চামড়ায় কালশিটে দাগ সিনিয়র সিটিজেনের লাশ ।
আবালবৃদ্ধবনিতা ধ্বংসের লাশ
বিবস্ত্র নববধূর বেওয়ারিশ লাশ,
অপহৃত শিশুর মুন্ডুহীন লাশ,
জরাজীর্ণ কঙ্কালসার গরীব মানুষের লাশ,
অন্ত:সত্বা গৃহবধূ কিংবা আদরিনীর লাশ ।
পাগল ছাগল ছীর্ণমূল মানুষের লাশ
কিংবা বেওয়ারিশ কোন বিদেশীর লাশ ।
তবুও মানুষ চুপচাপ, একদম কচি খোকা,
নেতা নেত্রী অভিনেতা অভিনেত্রী নিদারুণ বোবা....
আসন্ন বিস্ফোরণ, দর্শক গণদেবতা ।