Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড লঞ্চ করল ‘অ্যাক্সিস নিফটি আই টি ইনডেক্স ফান্ড’

দেবাঞ্জন দাস; ৩০ জুন: অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড লঞ্চ করল তাদের নিউ ফান্ড অফার – অ্যাক্সিস নিফটি আইটি ইনডেক্স ফান্ড। এটি একটি ওপেন-এন্ডেড ইনডেক্স ফান্ড, যা NIFTY IT TRI ট্র্যাক করে। এই ফান্ড ম্যানেজ করবেন হিতেশ দাস (ফান্ড ম্যানেজা…



দেবাঞ্জন দাস; ৩০ জুন: অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড লঞ্চ করল তাদের নিউ ফান্ড অফার – অ্যাক্সিস নিফটি আইটি ইনডেক্স ফান্ড। এটি একটি ওপেন-এন্ডেড ইনডেক্স ফান্ড, যা NIFTY IT TRI ট্র্যাক করে। এই ফান্ড ম্যানেজ করবেন হিতেশ দাস (ফান্ড ম্যানেজার)। অ্যাক্সিস নিফটি আইটি ইনডেক্স ফান্ড NIFTY IT TRI ট্র্যাক করবে এবং লক্ষ্য থাকবে খরচ বাদে এমন রিটার্ন দেওয়া, যা NIFTY IT TRI-এর মোট রিটার্নের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যদি না ট্র্যাকিং এরর হয়। এই ফান্ডে ন্যূনতম লগ্নির পরিমাণ ৫,০০০ টাকা এবং তার উপরে ১ টাকার গুণিতকে।


এই ফান্ডের কয়েকটি প্রধান গুণাবলী:

কম খরচের পরোক্ষ লগ্নি সমাধান – লগ্নিকারীরার এক নির্ঝঞ্ঝাট কম খরচের ইকুইটি প্রোডাক্ট পাচ্ছেন যা তাঁদের একটি নির্দিষ্ট সেক্টরে লগ্নি করার সুযোগ দেবে

পক্ষপাত দূর করা – যেহেতু এই ফান্ড আন্ডারলাইং ইনডেক্সে লগ্নি করে, সেহেতু এখানে সিকিউরিটিজ কেনা/বেচার সময়ে ফান্ড ম্যানেজারের পক্ষপাত প্রভাব ফেলে না

ইকুইটি ট্যাক্সেশন – যেহেতু বেশিরভাগ লগ্নি করা হবে Nifty IT TRI-এর আওতায় থাকা ইকুইটি ইনস্ট্রুমেন্টে, সেহেতু এই স্কিম ইকুইটি ট্যাক্সেশনের আওতায় পড়বে

ট্র্যাকিং এরর যতটা সম্ভব কম রাখার চেষ্টা – এই পরোক্ষভাবে ম্যানেজ করা ফান্ড চেষ্টা করে ট্র্যাকিং এরর যতটা সম্ভব কম রাখতে, যেহেতু এর লক্ষ্য বেঞ্চমার্ক মিলিয়ে দেওয়া


বি গোপীকুমার, এম ডি অ্যান্ড সিইও, অ্যাক্সিস এএমসি বললেন “ভারত সমস্ত সেক্টরে প্রযুক্তির মাধ্যমে বদল আনার ব্যাপারে নেতৃত্ব দিয়েছে। এটা গত তিন বছরে আরও বেশি করে দেখা গেছে, যেখানে কোভিডের পর আমরা নমনীয়তা দেখিয়েছি এবং ঘুরে দাঁড়িয়েছি। আমরা প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে আমাদের বৃদ্ধির কাহিনি নতুন করে লেখার মুখে দাঁড়িয়ে আছি। ক্রমশ সমস্ত কোম্পানিই এই ডিজিটাল বৃত্তে কাজ করবে। অ্যাক্সিস নিফটি আইটি ইনডেক্স ফান্ড লঞ্চের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট সম্ভার আরও বড় করছি। আরও গুরুত্বপূর্ণ হল, আমাদের লগ্নিকারীদের ভারতের প্রযুক্তিচালিত উন্নয়নের কাহিনির অংশ হওয়ার একটা সুযোগ দিচ্ছি।”


মিউচুয়াল ফান্ডের গঠন যা, তাতে লগ্নিকারীরা SIP, STP ও থোক টাকা লগ্নির মত নানারকম বিকল্পের মাধ্যমে লগ্নি করতে পারেন। সাবস্ক্রিপশনের জন্য NFO চালু থাকবে ২৭শে জুন ২০২৩ থেকে ১১ই জুলাই ২০২৩ পর্যন্ত।