পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের বুড়ারি বাজার থেকে মেচেদা পর্যন্ত রোড শো করেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। পঞ্চায়েত নির্বাচনের বামফ্রন্টের তরফ থেকে প্রার্থীদের নিয়ে ভোট প্রচার করেন। দীর্ঘ পথ পায…
পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের বুড়ারি বাজার থেকে মেচেদা পর্যন্ত রোড শো করেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। পঞ্চায়েত নির্বাচনের বামফ্রন্টের তরফ থেকে প্রার্থীদের নিয়ে ভোট প্রচার করেন। দীর্ঘ পথ পায়ে হেঁটে মেচেদায় এসে একটি পথসভা ও করেন সেখানে মূলত সুজন চক্রবর্তী বলেন যে ২০১৮ পঞ্চায়েত ভোট হবে না এবারে। মানুষ সক্রিয় রয়েছে, ভোট দিতে পারলে সিপিএমের জয়জয়কার। ভোট প্রচারের মহামিছিলে সুজন চক্রবর্তী ছাড়াও পূর্ব মেদনীপুর জেলা সি পি আই এম এর সম্পাদক নিরঞ্জন সিহি, প্রাক্তন বিধায়ক, সিপিআইএম নেতা ইব্রাহিম আলী সহ বামফ্রন্টের সক্রিয় সমর্থকরা।