নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....ক্যান্সার আক্রান্ত দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত তিন জন অসহায় রোগীর পরিবারের হাতে লক্ষাধিক টাকার আর্থিক সাহায্য তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর ছাত্র সমাজ।
ক্যান্সার আক্রান্ত কেশপুরের শেখ আব…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....ক্যান্সার আক্রান্ত দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত তিন জন অসহায় রোগীর পরিবারের হাতে লক্ষাধিক টাকার আর্থিক সাহায্য তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর ছাত্র সমাজ।
ক্যান্সার আক্রান্ত কেশপুরের শেখ আবদুল্লা, গোলাপীচকের রোহন দাস , মেদিনীপুরের অনির্বাণ ভুঁইয়ার জন্য মেদিনীপুরের রাজপথে নেমে অর্থ সংগ্রহ করে অসহায় পরিবারগুলোর হাতে তুলে দিল মেদিনীপুর ছাত্রসমাজ সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। তিন দিন পথে নেমে কৌটো হাতে অর্থ সংগ্রহ এবং অনলাইন মারফৎ টাকা তুলেছে সর্বমোট ১ লক্ষ ২১ হাজার ৩৩৭ টাকা।
সংগৃহিত এই অর্থ রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অশোকনগর রেনেসাঁস ক্লাবের কাছে সান্ধ্যকালীন এক অনাড়ম্বর কর্মসূচিতে বিভিন্ন শুভানুধ্যায়ী মানুষজনের উপস্থিতিতে পরিবারগুলোর হাতে টাকা তুলে দেওয়া হয়।
অনাড়ম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক অধ্যাপক কুমারেশ ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষিকা নূপুর ঘোষ, সমাজকর্মী প্রণব দুবে, রিংকু চক্রবর্তী, অসীম ধর, জয়ন্ত মন্ডল, অশোক চক্রবর্তী প্রমুখ। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী, সম্পাদক অণিমেশ প্রামাণিক, আগন্তুক ঘোড়াই, অভিজিৎ চক্রবর্তী,সোমা চট্টরাজ,করবী বিশ্বাস, নন্দদুলাল মাণিক, সহ অন্যান্যরা। ছাত্র সমাজের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী বলেন, অতীতের দিনগুলোর মতো মেদিনীপুর শহরবাসীর ছাত্রসমাজের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আজকের এই অসহায় পরিবারগুলোর পাশে আবারো দাঁড়ানোর জন্য আমরা ছাত্রসমাজ পরিবার শহরবাসীর নিকট কৃতজ্ঞ।
সম্পাদক অনিমেষ প্রামানিক বলেন, এতো শুভানুধ্যায়ী মানুষের আশীর্বাদ বিফলে যাবে না,তিনজন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরবেই।