Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেদার বিক্রি ছোটদের রথ। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে

কোলাঘাট : রাত পোহালেই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। রথযাত্রা উপলক্ষে পুরী জগন্নাথ দেবের রথযাত্রা যেমন পালন হয়, তেমনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব পালিত হয়। বড়বড় রথ টানা হয় বিভিন্ন মন্দির ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তবে …



কোলাঘাট : রাত পোহালেই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। রথযাত্রা উপলক্ষে পুরী জগন্নাথ দেবের রথযাত্রা যেমন পালন হয়, তেমনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব পালিত হয়। বড়বড় রথ টানা হয় বিভিন্ন মন্দির ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তবে ছোটছোট ছেলে মেয়েরাও আনন্দে মেতে উঠে রথযাত্রায়। ছোটছোট রথ তৈরি করে কিংবা বাজার থেকে কিনে রথযাত্রা উৎসবের দিন রথের রশি টেনে আনন্দে মাতে। তাই বর্তমানে কাঠের রথ, থার্মকলের রথের যথেষ্ট চাহিদা থাকে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মালাকার পাড়ায় রথ তৈরিতে ব্যস্ত গত মাস দু'য়েক ধরে। দিনরাত এক করে থার্মকলের রথ প্রস্তুত করে চলেছে মালাকার পড়ার কয়েকটি পরিবার।কোলাঘাটের এই থার্মকলের রথ স্থানীয় কোলাঘাটের বাজারসহ ঘাটাল, খড়গপুর, তমলুক, হলদিয়া, বাগনানে সরবারহ করে।গড়ে ৩০০ টাকা থেকে ২০০০ টাকার রথ বানাচ্ছেন কোলাঘাটের মালাকার পাড়ার রথ কারিগরেরা। গত কয়েক বছর কোভিডের কারণে বাজার মন্দা গেলেও এবছর লাভের মুখ দেখছেন মালাকার পাড়ার রথ কারিগরেরা। তবে গত কয়েক দিন ধরে বিক্রি শুরু হলেও, সোমবার সকাল থেকে আবহাওয়া খারাপ থাকায় কিছুটা চিন্তায় পড়েছেন কারিগরেরা।