Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোটের জন্য সেন্ট্রাল ফোর্স কে নিয়ে এসে বসিয়ে রেখেছ, হাইওয়েতে প্যারেড করাচ্ছে -- নন্দীগ্রামের টাকাপুরাতে মন্তব্য শুভেন্দু অধিকারীর।,

ভোটের জন্য সেন্ট্রাল ফোর্স কে নিয়ে এসে বসিয়ে রেখেছ,  হাইওয়েতে প্যারেড করাচ্ছে,  মমতা চায় ২০০ জনের মৃত্যু, এখনো পর্যন্ত রাজ্যে ভোট হিংসায় 19 জনের মৃত্যু হয়েছে,  এদের প্রত্যেকের মৃত্যুর জন্য দায়ী মমতা ও রাজিব সিনহা। ---নন্দীগ…

 


ভোটের জন্য সেন্ট্রাল ফোর্স কে নিয়ে এসে বসিয়ে রেখেছ,  হাইওয়েতে প্যারেড করাচ্ছে,  মমতা চায় ২০০ জনের মৃত্যু, এখনো পর্যন্ত রাজ্যে ভোট হিংসায় 19 জনের মৃত্যু হয়েছে,  এদের প্রত্যেকের মৃত্যুর জন্য দায়ী মমতা ও রাজিব সিনহা। ---নন্দীগ্রামের টাকাপুরাতে মন্তব্য শুভেন্দু অধিকারীর।


Saayani  is the one of the beneficiary  of the recruitment  scam. 

কুন্তল এর কাছ থেকে তিনটে ফ্লাট নিয়ে একটি ফ্লাটে রূপান্তরিত করেছে,  ৬০ লক্ষ টাকার গাড়ি গিফট, কোটি কোটি টাকার হিসেব নেই, সাফিশিয়েন্ট মেটেরিয়ালস  রয়েছে ওর কাছে,  আজ যারা সায়নী কে ডেকেছিলেন তাদেরকে  বলছি এই সমস্ত লোকেদের কে ছেড়ে দেওয়া  উচিত হয় নি। ----সায়নী ঘোষকে আজ ইডির তলব, এবং সেখানে উপস্থিত না হতে পেরে ইডির দপ্তরে সায়নীর চিঠি দেওয়া নিয়ে  এমনি মন্তব্য  করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সকলে নন্দীগ্রাম-২ ব্লকের আমদাবাদ গ্রাম পঞ্চায়েতের টাকাপুরা প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।