Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হুল দিবস ( সাঁওতাল বিদ্রোহ ) 🙏🙏🙏🙏🙏🙏 কলমে, মিঠু ভট্টাচাৰ্য

হুল দিবস( সাঁওতাল বিদ্রোহ )🙏🙏🙏🙏🙏🙏কলমে, মিঠু ভট্টাচাৰ্য
🌹🌹🌹🌹🌹🌹হড়করেন মারে হাপ রামকো রেয়াঃ কাথা,কলিয়ান হাড়াম লিখলেন সাঁওতাল বিদ্রোহের গাথা।🙏🙏🙏🙏জোয়ান বাজাল গ রুর বাথান মাঠে মাঠে ঘোরে,পুলিশ কেনে পড়ায় বেড়ি লে যায় কেনে …

 হুল দিবস

( সাঁওতাল বিদ্রোহ )

🙏🙏🙏🙏🙏🙏

কলমে, মিঠু ভট্টাচাৰ্য


🌹🌹🌹🌹🌹🌹

হড়করেন মারে হাপ রামকো রেয়াঃ কাথা,

কলিয়ান হাড়াম লিখলেন সাঁওতাল বিদ্রোহের গাথা।🙏🙏🙏🙏

জোয়ান বাজাল গ রুর বাথান মাঠে মাঠে ঘোরে,

পুলিশ কেনে পড়ায় বেড়ি লে যায় কেনে ঘরে।

মহাজনের সুদ দিবুনি, মানবুনি কর্ণওয়ালিশের কথা।

সিধু কানহা চাঁদ ভৈরব শোনায় বিদ্রোহের ব্যাথা।

😭😭😭😭😭

ফুলমনি বোন টিরে অত্যাচার ও খুন,

বিশ্বাঘাতক তায় ধরা পড়ে সিধু কানহা দুজন।

😭😭😭😭😭

চিরস্থায়ী বন্দোবস্ত, মহাজনের রাঙা চোখ,

রূপ সিং তামুলিরে মার গলায় কোপ।

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

বীরভূমের লাল পথ টি ধরে কলিকাতার বুকে,

হাজারে হাজারে নারী পুরুষ চলে বিদ্রোহের সম্মুখে।

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

সিধু কানহা তোরা অমর হোকনা তোদের ফাঁসি,

গলায় বেড়ি পায়ে বেড়ি মুখে তবু হাসি।

🙏🙏🙏🙏🙏🙏

যুদ্ধে মরে চাঁদ ভৈরব হয়ে তারা অমর,

শিখিয়ে গেলো বিদ্রোহ স্বাধীনতার সমর।

🙏🙏🙏🙏🙏

ফিরে আসবি তোরা দুভাইতে বলেছিলি দুই জন্য,

অমর হলো সিউড়ি গ্রাম দুমকা হলো সাঁওতাল পরগনা।

🌹🌹🌹🌹🌹🌹

জোয়ান বাজাল গরুর বাথান মাঠে মাঠে ঘোরে,

চোখের জলে জানাই সম্মান আমরা তোদের তরে।

🙏🙏🙏🙏😭😭😭🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳