#সৃষ্টি_সাহিত্য_যাপন
মন কেমনের গল্প
কেমন আছো নীলাঞ্জনা? আজও কি মনের ভেতর ঘরে মনে পড়ে আমায়?ভীনদেশী সেই পথ হারানোর গল্পের অজুহাতে ফেরো কি?আমরা অনেকখানি শহর, জনপদ অনায়াসে পেছনে ফেলে অচেনা প্ল্যাটফর্ম এ নেমে এসেছি। রূপকথার রাজ্যে আ…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
মন কেমনের গল্প
কেমন আছো নীলাঞ্জনা?
আজও কি মনের ভেতর ঘরে মনে পড়ে আমায়?
ভীনদেশী সেই পথ হারানোর গল্পের অজুহাতে ফেরো কি?
আমরা অনেকখানি শহর, জনপদ অনায়াসে পেছনে ফেলে
অচেনা প্ল্যাটফর্ম এ নেমে এসেছি।
রূপকথার রাজ্যে আর ফেরা হবেনা কখনো নীলাঞ্জনা।
তাই ছটফটে শব্দ গুলো এদিক ওদিক করে সাজিয়ে রাখি।
উল্টাপাল্টে, দেখি আবার সাজিয়ে রাখি।
স্মৃতিরা বড্ড লুকোচুরি খেলে আজকাল,
কল্পনায় নিয়ম করে তোমাকে আর খুঁজি না
জীবন এখন অস্তাচলে।
আমি সৌমিতা